এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,০২ মে : চীনের দক্ষিণাঞ্চলে মহাসড়ক ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে ।বুধবার স্থানীয় সময় রাত ২টা ১০ মিনিটে গুয়াংডং প্রদেশের মেইঝু শহর ও ডাবু কাউন্টির মধ্যবর্তী এস-১২ মহাসড়কের ১৭.৯ মিটার (৫৮.৭ ফুট) অংশ ধসে পড়ে। এর ফলে অন্তত ১৮টি যানবাহনে আটকা পড়ে অনেক মানুষ । এখনো বহু মানুষ ধস চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে । আজ বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে উদ্ধার অভিযান ।
আজ সকালে চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে যে, ২ মে সকাল সাড়ে ৫টা পর্যন্ত মহাসড়ক ধসের ঘটনায় অন্তত ৩৬ জন মারা গেছেন, আর আহত হয়েছেন ৩০ জন। তবে আহতদের জীবনের ঝুঁকি নেই।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বলেছে, ঘটনাটি একটি প্রাকৃতিক ভূতাত্ত্বিক বিপর্যয়। অবিরাম ভারী বৃষ্টির প্রভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে । প্রতিবেদনে আরও বলা হয়, রাস্তার ১৭.৯ মিটার জুড়ে ধস নামে । এবং ২৩ টি যানবহন গভীর গর্ত থেকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে ।
প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, তারা গাড়ি পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়েছেন। এর পরই তারা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনতে পান।
তারা আরও বলেন, ‘আমরা গাড়ি থামিয়ে বের হই। আমাদের কোনো ধারণাই ছিল না যে, রাস্তা ধসে গেছে।’ দমকল বিভাগের এক কর্মকর্তা চীনা মিডিয়াকে বলেছেন, অবিরাম বৃষ্টির পাশাপাশি ঘটনাস্থলে নুড়ি এবং মাটি ধসের কারণে অনুসন্ধান প্রক্রিয়া ব্যাহত হচ্ছে । উদ্ধারকারী দল জীবনের ঝুঁকি নিয়েই উদ্ধার অভিযান চালাচ্ছে ৷।