এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৪ জুন : সোমবার থেকে স্কুলে কন্যাশ্রী প্রকল্পের অনুদানের জন্য ফর্ম দেওয়া শুরু হয়েছে । মঙ্গলবার জমা দেওয়ার শেষ দিন । হাতে সময় অল্প থাকায় এদিন আবেদনপত্র জমা দেওয়ার জন্য কার্যত হুড়োহুড়ি পড়ে গেল কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানী বালিকা বিদ্যালয়ে । করোনা বিধি শিকেয় তুলে স্কুলের অফিস কক্ষের সামনে গাদাগাদি করে দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থাকার পর আবেদনপত্র জমা দিল ছাত্রীরা । এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । যদিও এই ঘটনার দায় নিতে চায়নি স্কুল কর্তৃপক্ষ ।
জানা গেছে,দুর্গাদাসী চৌধুরানী বালিকা বিদ্যালয়ে ২৬০ জন ছাত্রীর কাছে খবর পাঠানো হয় এদিন সোমবার কন্যাশ্রী প্রকল্পের ফর্ম দেওয়া হবে । তারা যেন স্কুল থেকে ফর্ম নিয়ে পূরণ করে মঙ্গলবারের মধ্যে তা জমা দিয়ে দেয় । আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা এত অল্প হওয়ার কারনে স্বভাবতই ফর্ম তোলার জন্য পড়ুয়াদের মধ্যে কার্যত হুড়োহুড়ি পড়ে যায় । এদিন সকাল দশটা নাগাদ দেখা যায় প্রায় দুই শতাধিক পড়ুয়া স্কুলের অফিসের সামনে লাইনে দাঁড়িয়ে রয়েছে । ফর্ম ফিলাপ করার জন্য পড়ুয়াদের সঙ্গে এসেছেন তাদের অবিভাবকরাও । ফর্ম তোলার পর তা পূরণ করে ফের জমা দেওয়ার জন্য চলে হুড়োহুড়ি-ঠেলাঠেলি । ফলে চুড়ান্ত অব্যাবস্থা লক্ষ্য করা যায় স্কুলের অফিসের সামনে । করোনা বিধি নিয়ে তাদের সচেতন করতে স্কুল কর্তৃপক্ষকে এগিয়ে আসতে দেখা যায়নি বলে অভিযোগ ।
যদিও স্কুলের প্রধান শিক্ষিকা স্কুলের কবিতা সরকার বলেন, ‘মঙ্গলবারের মধ্যে কন্যাশ্রীর ফর্ম জমা দেওয়ার নির্দেশ এসেছে আমাদের কাছে । এত সংখ্যক ছাত্রীকে অল্প সময়ের মধ্যে ফর্ম দিতে হচ্ছে । তাই ভিড় হচ্ছে ।’ পাশাপাশি তিনি বলেন, ‘আমাদের করার কিছু নেই । কারন বারবার বললেও শুনছেন না ছাত্রী ও তাদের অবিভাবকরা ।’।