দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩০ এপ্রিল : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার ঘুমুরিয়া গ্রামে মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । আগুনে ভষ্মীভূত হয়ে গিয়েছে ১৭ টি বাড়ি এবং ৬ টি গোয়ালঘর । গোয়ালে থাকা প্রায় ৯২ টি ভেড়ার জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলবাহিনী ৷ কিন্তু তার আগেই সবকিছু ভস্মীভূত হয়ে যায় ৷ আগুনে পুড়ে জখম হয়েছেন এক গৃহবধূ। তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে রান্নার সময় একটি বাড়ির চালে আগুন ধরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে । দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ায় সব কিছু শুকিয়ে থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়ি ও গোয়ালগুলিতে । প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা । কিন্তু আগুনের ভয়াবহ লেলিহান শিখার সামনে তারা কার্যত অসহায় হয়ে যায় ।
জানা গেছে,ঘুমুরিয়া গ্রামের হাজরা পাড়ার বাসিন্দা দিলীপ হাজরার বাড়ি থেকে আগুনের সূত্রপাত । দিলীপবাবুর পুত্রবধূ শিখাদেবী পাটকাঠি জ্বালিয়ে রান্না করার সময় রান্নার চালে আগুন ধরে যায় । সেই সময় আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হন শিখাদেবী । এরপর আগুন দ্রুত আশপাশের বাড়ি ও গোয়ালে ছড়িয়ে পড়ে । দিলীপবাবুদের বাড়িতে একটি ছোট গ্যাস সিলিন্ডার আগুন ধরে ফেটে গেলে আগুন কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় । অগ্নিকাণ্ডের জেরে ১৭ টি বাড়ি, ৬ টি গোয়ালঘর ভস্মীভূত হয়ে যায় । তার মধ্যে একটা গোয়ালে ছিল ৯০-৯২ টি ভেড়া । আগুনের বীভৎস রূপ দেখে কেউই গোয়ালে ঢুকে ভেড়াগুলিকে বাঁচানোর সাহস করতে পারেনি । ফলে ভেড়াগুলি জীবন্ত দগ্ধ হয়ে মারা যায় । পরে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে । কিন্তু তার আগেই পরিবারগুলির লক্ষাধিক সামগ্রী ভস্মীভূত হয়ে যায় । অগ্নিদগ্ধ বধূ শিখাদেবী বর্তমানে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।।