এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ এপ্রিল : লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়ার মধ্যেই সন্দেশখালি ইস্যুতে চরম প্যাঁচে পড়ে গেছে শাসক দল তৃণমূল কংগ্রেস । আজ সোমবার কলকাতা হাইকোর্টের একটা চাঞ্চল্যকর দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । ইডির দাবি যে সন্দেশখালিতে অসহায় মানুষদের কাছ থেকে কেড়ে নেওয়া জমি থেকে উপার্জনের অবৈধ বখরা পেয়েছে রাজ্যের অন্তত ২ থেকে ৩ জন মন্ত্রী । আর এই বেআইনি অর্থ দিয়েই অস্ত্রভান্ডার বাড়ানো হচ্ছিল বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ।
গত শুক্রবার তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়ির ঘরের মেঝে খুঁড়ে বিপুল পরিমাণ দেশী বিদেশী আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হওয়ার ঘটনার সঙ্গে ওই বেআইনি উপার্জনের যোগ থাকতে পারে বলে আশঙ্কা করেছে কেন্দ্রীয় তদন্তকারী দল । এছাড়াও সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহানের বিরুদ্ধে পঞ্চায়েত, ফেরিঘাট থেকে শুরু করে বিভিন্ন সরকারি কাজের টেন্ডার অবৈধভাবে নিজের অনুগামীদের পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছে ইডি ।
আজ সোমবার শেখ শাহজাহানকে কলকাতার নগর দায়রা আদালতে পেশ করা হয় । বিচারক তাকে ১৩ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন । পাশাপাশি আদালতে তোলা হয় শাহজাহানের ভাই আলমগির এবং দুই সাগরেদ দিদার বক্স মোল্লা ও শিবপ্রসাদ হাজরাকেও । ওই তিনজনকেও জেল হেফাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে । তবে আজ জামিনের জন্য আবেদন করেনি বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান । তবে জানা যাচ্ছে যে ঘনিষ্ঠেরর বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে এবার অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী দল ।।