এইদিন ওয়েবডেস্ক,২৯ এপ্রিল : ফিলিস্তিনি সন্ত্রাসী সংগঠন হামাসের কুকর্মের ফল ভুগতে হচ্ছে গাজার নাগরিকদের । ইসরাইলি বাহিনীর হামলায় রাফার বাসিন্দা আবু তাহা পরিবারের ৯ সদস্যের৷ মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা । হামলার সময় পরিবারের সকল সদস্য বাড়িতেই ছিল বলে জানিয়ে ওই সংবাদ মাধ্যম । তবে পরিবারের সকলের মৃত্যু হলেও একটি শিশুকন্যা বরাদজরে বেঁচে গেছে বলে জানানো হয়েছে । একজন প্রতিবেশী সংবাদমাধ্যমকে জানায়, হামলায় বাড়িতে থাকা পরিবারের ৯ সদস্য মারা গেছেন। তিনি পরিবারটির এক শিশুকন্যাকে ব্যালকনি থেকে বের করে আনতে পেরেছেন। এতে ওই শিশুর প্রাণ বাঁচে।
প্রতিবেদন অনুযায়ী, রবিবার রাফায় কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে ইসরাইল। এসব হামলায় নিহত হয়েছেন ২০ থেকে ২৫ জন। এ ছাড়া গাজা নগরীতে ইসরাইলি হামলায় আরও সাতজনের প্রাণ গেছে। রয়টার্স বলছে, রাফায় অন্তত তিনটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। প্রাণ গেছে অন্তত ১৩ জনের। আহত হয়েছেন অনেকেই। সন্ত্রাসী হামাস নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলো বলছে, গাজা নগরীতেও দুটি বাড়িতে ইসরাইল বিমান হামলায় নিহতের সংখ্যা ১৫ ।
এদিকে,রবিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় রাফাহতে ইসরাইলের হামলা নিয়ে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেন বাইডেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র বারবার বলেছে যে, তারা গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার পথ নিশ্চিত করা হয়েছে এমন একটি বিশ্বাসযোগ্য পরিকল্পনা না দেখে রাফাহতে বড় আকারের ইসরাইলি সামরিক অভিযানকে সমর্থন করতে পারে না।
এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (ডব্লিউইএফ) ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস রাফাহতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের জন্য অনুরোধ করেছেন। তিনি বলেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করছি ইসরাইলকে রাফাহ অভিযান বন্ধ করতে বলুন,কারণ আমেরিকাই একমাত্র দেশ যে ইসরাইলকে এই অপরাধ করা থেকে বিরত রাখতে সক্ষম। রাফাহতে ছোট পরিসরে হামলা হলেও এখানকার ফিলিস্তিনিরা গাজা উপত্যকা থেকে পালিয়ে যেতে বাধ্য হবে।
গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনের সন্ত্রাসী সংগঠন হামাস। এতে ইসরাইলে ১২০০ মানুষ নিহত হন, আর ২৫৩ জনকে পনবন্দি করে নিয়ে যায় সন্ত্রাসীরা । হামাসের হামলার পাল্টা জবাবে গত প্রায় সাত মাস ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৭ হাজারেরও বেশি মানুষ।।