এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ এপ্রিল : আজ সোমবার সকালে পৌনে ছ’টা নাগাদ কলকাতার বড়বাজারে পিচবোর্ডের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । গোডাউনের ভিতরে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিমেষের মধ্যে মারাত্মক আকার ধারন করে । খবর পেয়ে দমকলের ১০টি ইঞ্জিন যায় । কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে গিয়ে বিপাকে পড়তে হয় দমকলবাহিনীকে । এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি প্রার্থী তাপস রায়। তিনি সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ই কিছু তৃণমূল কর্মী এসে ঝামেলা পাকায় বলে অভিযোগ । সাংবাদিকদের ক্যামেরার সামনেই তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা ও হাতাহাতি বেধে যায় । শামিম নামে এক বিজেপি কর্মীকে চড় মারার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে । তাপস রায় প্রতিক্রিয়ায় বলেন, ‘তৃণমূলের নিচে তোলা থেকে উপর তোলার মাথা খারাপ হয়ে গেছে । তাই এই সমস্ত কাজকর্ম করছে ।’ তিনি আরো বলেন,:শামিম আমাদের কর্মী । কাউন্সিলর ওর গায়ে হাত দিয়েছে। আমি তখন ভিতরে ছিলাম। কাউন্সিলরকে গ্রেফতার করতে হবে। আমি নির্বাচন কমিশন,পুলিশ কমিশনার এবং ওসিকে চিঠি লিখছি ।’
পাশাপাশি অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু । পরে আসেন মেয়র ফিরহাদ ববি হাকিমও। তারা জানিয়েছেন যে হতাহতের কোন খবর নেই এবং ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে ।।