প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৩ জুন : মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই বালির অবৈধ কারবার নিয়ে প্রশাসনকে সতর্ক করে দিয়েছিলেন।মুখ্যমন্ত্রীর সেই সতর্কবাণী মেনেই পূর্ব বর্ধমান জেলায় বালির অবৈধ কারবার বন্ধে শুরু হয়েছে জোরদার পুলিশি অভিযান।অবৈধ বালির কারবার বন্ধে বিগত কয়েকদিন জেলার বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালায়। অভিযান চালিয়ে পুলিশ বালি বোঝাই বেশ কয়েকটি লরি ও ট্র্যাক্টার বাজেয়াপ্ত করে । বালি পাচারের অভিযোগে ওইসব গাড়ির চালক ও খালাসিদের গ্রেফতার করা হয় । বেশ কয়েকটি লরি ও ট্র্যাক্টরের মালিকের বিরুদ্ধে রুজু হয়েছে মামলা। এরপর শনিবার রাতভর অভিযান চালিয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশ ১৩টি বালিবোঝাই লরি বাজেয়াপ্ত করেছে । গ্রেফতার করা হয়েছে লরি চালকদের ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে , জেলার জামালপুর থানার পুলিশ ১০টি বালিবোঝাই লরি বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে বর্ধমানের দিক থেকে বালিবোঝাই লরিগুলি যাচ্ছিল। আঝাপুর আন্ডারপাসের কাছে লরিগুলিকে আটকানো হয়। চালকরা বালির বৈধ কোনও কাগজপত্র দেখানে পারেনি। খাদান থেকে অবৈধভাবে বালি লরিতে লোড করে তা পাচার করা হচ্ছিল বলে দাবি পুলিশের ।
একই রাতে বর্ধমান থানার পুলিশ তিনটি বালিবোঝাই লরি বাজেয়াপ্ত করেছে। ওই সব লরির চালকদের গ্রেপ্তার করা হয়েছে। বর্ধমান থানার পুলিশ জানিয়েছে লরিগুলি কলকাতার দিকে যাচ্ছিল।বর্ধমানের মিরছোবা এলাকায় পুলিশ লরিগুলির পথ আটকায়। চালকরা বালি বহন সংক্রান্ত বৈধ কোনও কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়। দুই থানার পুলিশ রবিবার ধৃত ১৩ লরি চালককে পেশ করে বর্ধমান আদালতে । ভারপ্রাপ্ত সিজেএম ধৃতদের জামিন নামাঞ্জুর করে বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।।