এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৮ এপ্রিল : রাজ্যের ৩০ শতাংশের উপর মুসলিম সম্প্রদায়ের বসবাস ৷ তারা প্রতিটি নির্বাচনে ‘গেম চেঞ্জার’ প্রমানিত হয়েছে ৷ এক সময়ে রাজ্যের মুসলিম ভোটব্যাঙ্ক ছিল কংগ্রেসের দখলে ৷ কিন্তু বামফ্রন্টের জমানায় এই ভোটব্যাঙ্কের একচেটিয়া দখল নিয়ে নেয় সিপিএম । ২০১১ সালের বিধানসভা ভোটেও মূলত মুসলিম ভোটব্যাঙ্কের কারনে ধরাশায়ী হতে হয় সিপিএমকে । তারপর থেকেই রাজ্যের মুসলিম ভোটব্যাঙ্ককে ধরে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি । কিন্তু সময়ের সাথে সাথে বদলেছে পরিস্থিতি । এরাজ্যে প্রতিষ্ঠান বিরোধী (Anti-establishment) ‘চোরা স্রোত’-এর মাঝে মুসলিম ভোটব্যাঙ্ক একটা ‘ফ্যাক্টর’ হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞমহল । তারই এক ঝলক লক্ষ্য করা গেল আজ রবিবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলিপ ঘোষের নির্বাচনী প্রচার অভিযানে । আজ ভাতারে রোড শো, কর্মী বৈঠকের পাশাপাশি গ্রামে গ্রামে ঘুরে প্রচার অভিযান চালান দিলিপবাবু । সকাল সাড়ে ৮ টা নাগাদ ভাতাড় ফায়ার ব্রিগেড মোড় থেকে হুডখোলা গাড়িতে চড়ে দিলীপ ঘোষ রোড শো শুরু করেন । ফায়ার ব্রিগেড মোড় থেকে তিনি ভাতার কৃষি মান্ডির ভেতরে জনসংযোগের পর ভাতার বাজারের কামারপাড়া মোড়ে চা চক্রে যোগ দেন । ভাতারের পর তিনি বলগোনা বাজারে রোড শো করে মুরাতিপুর হয়ে মুসলিম অধ্যুষিত বামশোর গ্রামে আসেন । বামশোর গ্রামে অল্প কিছুক্ষণ কাটান। গ্রামবাসীদের সঙ্গে ছবি তোলেন । বামশোর গ্রামে দিলিপ ঘোষকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মত । এই উন্মাদনার প্রভাব যদি ইভিএমে পড়ে তাহলে তা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও সিপিএমের জন্য অশনিসংকেত হতে পারে বলে মনে করা হচ্ছে ।
এদিন ভাতারে আরএসএসের কয়েকজন স্বয়ং সেবকের সঙ্গে স্থানীয় বিজেপি নেতা মহেন্দ্রনাথ কোঁয়ারের অফিসে সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ। সেই সময় রাখা হয়নি তবে কোনও কর্মীকে । ফলে তাঁদের মধ্যে ঠিক কি আলোচনা হয়েছে তা স্পষ্ট নয় । যদিও ‘ঘরোয়া কথাবার্তা হয়েছে’ বলে বিষয়টি এড়িয়ে যান আরএসএসের এক কার্যকর্তা।
এদিন দিলিপ ঘোষের ঠাসা কর্মসূচি ছিল দিলিপ ঘোষের । তিনি বামশোর গ্রাম থেকে ভাতারের সেরুয়া গ্রামে জনসংযোগ অভিযান চালান । আলিনগর হয়ে কানপুরের ভেতর দিয়ে সেড়ুঁয়া নৃসিংহপুর হয়ে তিনি যান সাহেবগঞ্জে । পার্শ্ববর্তী নবাবনগর ক্যাম্পে মধ্যাহ্ন ভোজন সারেন তিনি । বিকেলে নগর ক্যাম্পের ভেতর দিয়ে শ্রীপুর হয়ে ওড়গ্রান থেকে দেবপুরে গিয়ে রোড শো করেন । দেবপুরের পর মাহাতা গ্রামে যান দিলিপবাবু । মাহাতা গ্রামের পর দাওরাডাঙ্গা ও রামচন্দ্রপুর গ্রামে প্রচার অভিযান চালিয়ে সন্ধ্যা নাগাদ বর্ধমান শহরের উদ্দেশ্যে রওনা হন বিজেপি প্রার্থী ।।