দুর্বল পৃথিবী উষ্ণতায় আবদ্ধ ঘূর্ণির চক্রে।
দূষণের দোষে ঝাপসা নয়ন,
বিপন্ন বসুধার।
কাঁদে জটিল বিকারে মৃত্যুহীন ধমনীর জ্বলন্ত প্রলাপে।
অবরুদ্ধ বক্ষে তার উন্মাদ তড়িতের চমকানি।
পূর্ব অভিশাপে করেছে জর্জরিত।
ভিত শোশনের চোখে নামে অন্ধকার। আনে মুর্ত শিহরণ।
নানা দিক ও প্রান্তে অগ্নি শিখার দাবানল।
দৃষ্টিহীন আকাশে নিষ্ঠুর সান্তনা।
দাও দাও করে জ্বলে হৃদয়ের স্পন্দনশীল।
মরুভূমির হাতছানির ডাক,
আলেয়ার ঈশারা।
দূরে শোনা যায় যেন অট্টহাসির সুর।
হঠাৎ তন্দ্রা ঘোরে দেখলাম চেয়ে স্বপ্ন পথ?
অভিস্রান্ত চক্র বয়ে চলেছে, জীবনের স্রোতে আমরা বুদবুদ মাত্র।
কখনো জোয়ারে ভেসে যায়,
আবার কখনো ভাটাই থেমে যায়।
এ পৃথিবী অত্যন্ত , সুন্দর,
যেখানে কীর্তির নামাবলী।
যেখানে নিত্য নতুনের আশা যাওয়া ঘূর্ণিপাকের চক্রে।।