এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৩ জুন : কলকাতার নিউটাউনের একটি অভিজাত আবাসনে লুকিয়ে থাকা পাঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টারকে এনকাউন্টারের ঘটনার পর বিশেষ সতর্কতা নিতে শুরু করল কাটোয়া থানার পুলিশ । রবিবার পুলিশ কাটোয়া শহরের সমস্ত আবাসন ও লজগুলির মালিকদের থানায় ডেকে একটি বৈঠক করে । পুলিশের পক্ষ থেকে কয়েকটি নির্দেশিকা জারি করার কথা তাঁদের বলা হয়েছে । সেই সঙ্গে লজ ও আবাসনগুলির মালিক ও কর্মীদের সঙ্গে পুলিশ নিয়মিত যোগাযোগ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর ।
জানা গেছে,কাটোয়া শহরে প্রায় ১০ টি আবাসন রয়েছে । তার মধ্যে দুটি নির্মিয়মান । বাকিগুলিতে আবাসিকরা রয়েছে । মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, হুগলিসহ বেশকিছু জেলার সঙ্গে রেল ও সড়ক পথে যোগাযোগ রয়েছে কাটোয়ার । তাই দুষ্কৃতিরা কাটোয়াকে যাতে করিডর হিসাবে ব্যাবহার করতে না পারে তার জন্য শহরের আবাসনগুলি নিয়ে মূলত
বিশেষ সতর্কতামূলক ব্যাবস্থা নিতে শুরু করেছে কাটোয়া থানার পুলিশ । এদিন লজ ও আবাসন মালিকপক্ষকে থানায় ডেকে ওই সমস্ত নির্দেশিকার কথা শোনানো হয় ।
জানা গেছে,আবাসিকদের ছবিসহ ডিটেল সংগ্রহ করে রাখার জন্য মালিকদের এদিন নির্দেশ দেওয়া হয়েছে । সেই সমস্ত তথ্য প্রতিদিন ইমেলের মাধ্যমে থানায় পাঠানোর জন্য বলা হয়েছে । আবাসনে ২৪ ঘন্টার জন্য নিরাপত্তারক্ষীর ব্যাবস্থা ও সমগ্র এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখার নির্দেশ জারি করা হয়েছে ৷ এছাড়া কারোর আচার আচরনের মধ্যে সন্দেহজনক কিছু দেখলেই তৎক্ষনাৎ পুলিশকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর ।
কাটোয়া থানার আইসি বিকাশ দত্ত বলেন, ‘পুলিস সুপারের নির্দেশে এদিন আবাসন ও লজগুলির মালিকপক্ষের সঙ্গে বৈঠক করা হয়েছে । নিরাপত্তার স্বার্থে লজ ও আবাসনগুলির উপর সরকারিভাবে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে ।’ কাটোয়ার পাশাপাশি গুসকরা শহরেও পুলিশ একই সতর্কতামূলক ব্যাবস্থা নিচ্ছে বলে জানা গেছে ।।