এইদিন স্পোর্টস নিউজ,২৭ এপ্রিল : পাঞ্জাবি দল ইতিহাস তৈরি করেছে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে সফল রান তাড়া করে জয় হাসিল করেছে । শুক্রবার রাতে ইডেন গার্ডেন্সের এই ম্যাচে পঞ্জাব কিংসকে ২৬২ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এই রুদ্ধশ্বাস ম্যাচে আট বল বাকি থাকতে ১৮.৪ ওভারে ২ উইকেটে ম্যাচ জিতে নেয় পঞ্জাব। পাঞ্জাবের জনি বেয়ারস্টো ৪৮ বলে ১০৮ রান করেছেন, শশাঙ্ক সিং ২৮ বলে করেছেন ৬৮ রান ।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে কলকাতা নাইট রাইডার্স। প্রারম্ভিক ব্যাটসম্যান সুনীল নারায়ন করেন ৩২ বলে ৭১ রান এবং আর সঙ্গী ওপেনার ফিল সল্ট করেছেন ৩৭ বলে ৭৫ রান । ওপেনিং জুটিতে ওঠে ১৩৮ রান । তিনে নামা ভেঙ্কটেশ আইয়ার করেছেন ২২ বলে ৩৯ রান, রাসেল ১২ বলে ২৪ এবং শ্রেয়স আইয়ারও ১০ বলে ২৮ রান করেছেন । শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬১ রানে শেষ হয় কলকাতা নাইট রাইডার্সের ইনিংস ।
২৬২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে পঞ্জাব কিংসের জনি বেয়ারস্টো ও শশাঙ্ক সিং মূলত দলের জয়ের ভিত গড়ে দেন । শেষ পর্যন্ত পাঞ্জাব আট বল আগেই ২৬২ রান করে ম্যাচ জিতে নেয় ।
শুক্রবার আইপিএল-এ কেকেআর বনাম পিবিকেএস ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ভেঙে গেল। এই ম্যাচে দু’দল মিলে ৪২ টি ছক্কা মারা হয়েছিল । আগের রেকর্ডটিতে ৩৮ টি ছক্কা ছিল । পাঞ্জাব কিংস ২৪ টি ছক্কা মেরেছিল এবং উভয় দলের প্রারম্ভিক ব্যাটসম্যানরা প্রথমবারের মতো ৫০ এর উপরে রান করেছে ।।