এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৩ জুন : বাবার বাড়িতে বেড়াতে এসে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক গৃহবধুর । শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার শ্রীখণ্ড গ্রামে । মৃতার নাম রঞ্জনা মণ্ডল(২১) । অন্যদিকে একই দিনে প্রায় একই সময়ে কেতুগ্রামে বজ্রপাতে মৃত্যু হল এক কৃষকের । মৃতের নাম নিমাইচন্দ্র মণ্ডল (৫৮) । রবিবার দেহদুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।
জানা গেছে, রঞ্জনাদেবীর শ্বশুরবাড়ি মঙ্গলকোট থানার নিগনে । স্বামী বিশ্বজিৎ মণ্ডল চাষবাস করেন । বছর দেড়েক আগে তাঁদের বিয়ে হয়েছিল । দিন দশেক আগে বাবার বাড়িতে এসেছিলেন রঞ্জনাদেবী । মৃতার বাবা রাজকুমার মণ্ডল বলেন, ‘মেয়ে দুপুরে খাওয়া দাওয়ার পর ঘরে বিশ্রাম নিচ্ছিল । বিকেল নাগাদ ঝড়বৃষ্টি শুরু হলে উঠোনে শুকতে দেওয়া জামাকাপড় তুলতে যায় । সেই সময় ঘরের মাটির দেওয়াল আচমকা ভেঙে মেয়ের উপরে এসে পড়ে ।’
জানা গেছে,পরিবারের লোকজন ভেঙে পড়া দেওয়ালের মাটি সরিয়ে রঞ্জনাদেবীকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু তার আগেই মৃত্যু হয় তাঁর । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ও গ্রামবাসীরা ।
অন্যদিকে শনিবার বিকেল নাগাদ নিমাইচন্দ্র মণ্ডল নামে ওই কৃষক মাঠে গিয়েছিলেন । সেই সময় ঝড়বৃষ্টির পাশাপাশি বজ্রপাত শুরু হয় । তিনি দ্রুত মাঠ থেকে বাড়ি ফেরার চেষ্টা করছিলেন ৷ কিন্তু মাঝ রাস্তাতে বজ্রপাত হলে তিনি মাঠের মধ্যে লুটিয়ে পড়েন । পরে জানতে পেরে পরিবারের লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । আকস্মিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।।