এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,২৬ এপ্রিল : লোকসভা নির্বাচনের আবহের মধ্যেই পূর্ব মেদিনীপুরের ময়নায় এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে । জানা গেছে, মৃতের নাম দীনবন্ধু ওরফে ধনঞ্জয় মিদ্যা । ময়নার বাকচা এলাকার বাসিন্দা সুদর্শন মিদ্যার ছেলে তিনি । সুদর্শন বাবু সক্রিয় বিজেপি কর্মী । বুধবার হঠাৎ নিখোঁজ হয়ে যান ধনঞ্জয় মিদ্যা । বৃহস্পতিবার রাতে গ্রামের মাঠে একটা পান বরোজের পাশে একটা গাছ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায় । পরিবারের দাবি, ধনঞ্জয়ের দেহের বেশ কিছুটা অংশ মাটির সঙ্গে স্পর্শ করা ছিল এবং তার ছিল । তাদের সন্দেহ ধনঞ্জয়কে পিটিয়ে মেরে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে । মৃত যুবকের মা হেনারানী মিদ্যা তার ছেলের রহস্য মৃত্যুর জন্য সরাসরি স্থানীয় তৃণমূল কর্মীদের দায়ী করেছেন । তিনি সাংবাদিকদের ক্যামেরার সামনে বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগের আঙুলও তোলেন ।
পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি যুবকের ঝুলন্ত দেহের ছবি এবং তার মায়ের বক্তব্যের ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আরও একটি জঘন্য অপরাধ। টিএমসি যতই নির্বাচনী মাঠ হারাচ্ছে, ততই তারা হিংস্র হয়ে উঠছে। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচায় অস্বাভাবিক পরিস্থিতিতে বিজেপির সক্রিয় কর্মী দীনবন্ধু মিড্যার ঝুলন্ত লাশ পাওয়া গেছে । শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আমি দাবি করছি একটি কেন্দ্রীয় সরকারি হাসপাতালে পোস্টমর্টেম করা উচিত এবং পুরো প্রক্রিয়াটির ভিডিওগ্রাফি করা উচিত। তদন্তটি সিবিআই হেডকোয়ার্টারে কাছে হস্তান্তর করা উচিত কারণ মমতা পুলিশ প্রমাণ ধ্বংস করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। আমি শোকসন্তপ্ত পরিবারকে আইনগতভাবে এবং অন্যথায় সব ধরনের সহযোগিতা করব।’
মৃত যুবকের মা হেনারানী মিদ্যাও পুলিশের প্রতি কোন আস্থা নাই বলে সাফ জানিয়ে দিয়েছেন । পুলিশ জানিয়েছে এমনি যদি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল । ঘটনা তদন্ত চলছে ।।