এইদিন ওয়েবডেস্ক,ওয়েস্ট ব্যাঙ্ক,২৬ এপ্রিল : দুই সশস্ত্র ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স(আইডিএফ) । মধ্য ওয়েস্ট ব্যাঙ্কের একটি অবৈধ কৃষি ফাঁড়ি থেকে তাদের পাকড়াও করা হয় । ওই দুই ফিলিস্তিনির কাছ থেকে কুঠার উদ্ধার হয়েছে বলে জানা গেছে । আইডিএফ বলছে, এই জুটি ফিলিস্তিনি গ্রামের ওয়াদি আস-সিকের কাছে মাকাউক ফার্মে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছিল ।
আইডিএফের অনুসারে তাদের গাড়িতে বেশ কয়েকটি কুড়াল এবং ছুরি পাওয়া গেছে । জিজ্ঞাসাবাদের জন্য ওই জুটিকে শিন বেটের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ ।
জানা গেছে,মাকাউক ফার্মটি অতি-ডানপন্থী কর্মী নেরিয়া বেন পাজি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দ্বারা অনুমোদন দেওয়া হয়েছে । নেরিয়া বেন পাজিকে ওই দুই ফিলিস্তিনি জঙ্গি নিশানা করতে চেয়েছিল কিনা তা এখনো স্পষ্ট নয় ।।