অনেক গুলো বসন্ত পেরিয়ে আজ আমরা জীবন সায়াহ্ন,
আজও আমার মনে পরে আমাদের প্রথম অপরাহ্ন।
মাঝে মাঝেই আমি সেই পুরোনো দিনে ফিরে যাই,
আবছা আলোর স্মৃতির ভিড়ে তোমায় খুঁজে পাই।
হালকা প্রেমের পাখনা মেলে স্বপ্নে হারিয়ে যাওয়া,
আবার হঠাৎ করেই তোমার মাঝে নিজেকে ফিরে পাওয়া।
ছিপছিপে সেই তন্বী মেয়েই আজকে স্থূলকায়া,
তাতে কিছুই বদলায়নি,ভালোবাসা হয়নি হাওয়া।
চামড়া অনেক কুচকে গেছে চুলে ধরেছে পাক,
তাও তোমার ভালোবাসায় আসেনি কোনো ফাঁক।
এখনো তুমি আমার হাতের ডালভাতে বিরিয়ানির স্বাদ পাও,
আজও আমায় সুযোগ পেলেই বুকেতে জড়াও।
যত্নে আমায় আগলে রাখো প্রথম দিনের মতই,
আমার মাথা গরম হলেও শান্ত থাকো ততই।
কে বলেছে ভালোবাসা পুরোনো হলেই কমে,
তোমার আমার ভালোবাসা উঠছে রোজই জমে।
আমি চোখের আড়াল হলে এখনো চোখে হারাও,
আমি হাজার রাগ দেখালেও সোহাগে সামলাও।
তুলোয় মুড়ে রেখেছো আমায় করে মনের মহারানি,
করছি আমি রাজত্ব হয়ে তোমার হৃদয়ের রানি।
আজকে বুঝি ভালোবাসা নয় লোক দেখানো অহংকার,
ভালোবাসাতে পূর্ণ আমি,তুমি সবচেয়ে দামি অলংকার।।