অ্যাড্রিনালিনের ক্ষরণ নয়, তবুও রক্তশূন্য অসুখ
ড্রাগনের হিংস্র থাবা নয়,তবুও তো ফ্যাকাসে মুখ!
অজস্র যন্ত্রণা পোকা দানা বাঁধে প্রতি দেহ কোষে
নিভৃত,জনশূন্য দ্বীপে মেয়েটি দাঁড়ায় একলা এসে।
পরিযায়ীর দল উড়ে যায় সব ঝাপটে রঙিন ডানা
শুরু হয় তমশাচ্ছন্ন অক্ষি কোটরে স্বপ্নের আনাগোনা।
স্বামীর অর্থলোভী হাত ব্যস্ত আগলাতে কোষাগার
বৃদ্ধ পিতা চোখ মোছে সইতে পারে না বেদনার ভার।
অবুঝ সন্তান মগ্ন নিজের মনে এক্কাদোক্কা খেলায়
নিঃশব্দে বৃষ্টি ঝরে তখন মৌসিনরাম চোখের তারায়।
বুদ্ধিমান প্রেমিক সাবধানে পা রাখে পিচ্ছিল পথে
নতুন সুস্থ এক প্রেমিকা খুঁজে নিতেই হবে সাথে।
পিটুইটারি আহ্বান জানায় এবার ঘটুক ধ্বংসলীলা
স্মিত হাসিতে তুচ্ছ করে দেবে সে সবার ছলা কলা।
সহসা দগ্ধ হৃদয় অনুভব করে ভয়ানক বাস্তবতা
মনে ভাসে ডাক্তারি প্যাডে লিউকোমিয়ার কথা।
মেয়েটি হাসে,নীরবে হাসে রাঙা ঠোঁটের কোণে
এ পৃথিবী বড়ো নিষ্ঠুর,তা বোঝা যায় বিপদের ক্ষণে।।