এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,২৫ এপ্রিল : নদীয়া জেলার বল্লভপাড়ায় ২ বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিন যুবকের । মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বুধবার রাত প্রায় নয়টা নাগাদ । মৃতরা হলেন নদীয়া জেলার কালীগঞ্জ থানার বল্লভপাড়ার বাসিন্দা বাপন দাস (২১) এবং শুভজিৎ ঘোষ (১৯)। তৃতীয় যুবক সায়ন দত্তর (২৪) বাড়ি কাটোয়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকার চাউলপট্টি পাড়ায়। আজ বৃহস্পতিবার কাটোয়া মহকুমা হাসপাতালে তিনটি মৃতদেহের ময়নাতদন্ত করা হয় ।
জানা গেছে,কাটোয়া শহরের চাউলপট্টি পাড়ার বাসিন্দা পেশায় ব্যবসায়ী বাপি দত্তর একমাত্র সন্তান সায়ন । তিনি পৃথক ব্যবসা করতেন । ব্যবসার প্রয়োজনে নদীয়া জেলার কালীগঞ্জ এলাকায় যেতে হত সায়নকে । বুধবার রাতে তিনি কাজ সেরে বল্লভপাড়া ফেরিঘাটের দিকে আসছিলেন । কিন্তু বল্লভপাড়া দেবগ্রাম সড়কপথে জোড়াসাঁকোর কাছে এলে বিপরীত দিক থেকে আসা বাপন দাস ও শুভজিৎ ঘোষেদের বাইকের সঙ্গে সজোরে সংঘর্ষ হয় । বল্লভপাড়ার বাসিন্দা বাপন দাস তখন বাইকটি চালাচ্ছিলেন । তখন ওই রাস্তা ধরে টোটো চালিয়ে বাড়ি ফিরছিলেন স্থানীয় বাসিন্দা তথা ঘটনার প্রত্যক্ষ্যদর্শী অপূর্ব সাহা । অপূর্ববাবু জানান,বাপন এত জোরে বাইক চালাচ্ছিল যে সংঘর্ষের পর তার পিছনে বসে থাকা প্রচন্ড জোরে শুভজিৎ ছিটকে তার টোটোর কাঁচ ভেঙে ভিতরে এসে আছড়ে পড়ে । তখন টোটোয় তার স্ত্রী দুর্গাদেবীও ছিলেন । তারা দু’জনেই জখম হন । জানা গেছে,দুর্ঘটনার পর প্রচুর লোকজন জড়ো হয়ে যায় । ছুটে আসে পুলিশ । তারপর পুলিশ আহতদের উদ্ধার করে কাটোয়া হাসপাতালে নিয়ে আসে । কিন্তু বাইক আরোহী ৩ যুবককেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।
জানা গেছে,নদীয়া জেলার কালীগঞ্জ থানার বল্লভপাড়ার বাসিন্দা বাপন দাসের সঙ্গে পাড়ার এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল । দুই পরিবারই এক সম্পর্ক মেনে নেয়নি । যেকারণে বাপন তার প্রেমিকাকে একই এলাকার বাসিন্দা তার মাসি রেণুকা সাহার বাড়িতে গিয়ে ওঠেন । দিন সাতেক আগে তাদের বিয়ে হয় । আজ বৃহস্পতিবার ছিল তাদের অষ্টমঙ্গলা অনুষ্ঠান । কিন্তু তার আগেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রান চলে গেল তার । অন্যদিকে পেশায় টাইলস মিস্ত্রি শুভজিৎ ঘোষ দুই ভাইয়ের মধ্যে ছোট । মর্মান্তিক এই ঘটনার তিন পরিবারের লোকজন শোকে মুহ্যমান হয়ে পড়েছেন ।।