এইদিন ওয়েবডেস্ক,তমলুক(পূর্ব বর্ধমান),২৪ এপ্রিল : রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যখন ২৬০০০ চাকরি বাতিল নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় চলছে, ঠিক সেই মুহূর্তে ফের বোমা ফাটালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ বুধবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নির্বাচনী জনসভায় ভাষণে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘১৪০০ কোটি টাকা দু বছরে পেয়েছে তৃণমূল । তার মধ্যে ৬০০ কোটি টাকা কে দিয়েছে জানেন? ডিয়ার লটারি । মানে ভাইপো লটারি । আমি এক বছর ধরে বলে আসছি ।’ সেই সাথা তিনি অভিষেক ব্যানার্জিকে নিশানা করে বলেছেন,’কয়লা,বালি, গরু, ছাড়াও প্রতিটা দেশি মদের বোতলে আড়াই টাকা ভাইপোর কমিশন আছে ।’
দলীয় প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে এদিন তমলুকে ‘বিজয় সংকল্প সভা’ করেন শুভেন্দু অধিকারী । ২০১৬ সালে এসএসসির প্যানেলে নিয়োগ হওয়া নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মী মিলিয়ে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি কলকাতা হাইকোর্ট দ্বারা বাতিল করে দেওয়ার বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন,’আগে শুধু বিজেপির লোকেরা তৃণমূলকে চোর বলতো । এখন হাইকোর্ট সিলমোহল লাগিয়ে দিল । মমতার পুরো ক্যাবিনেট চোর ।’ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে তিনি বলেছেন, ‘২০২১ সালের আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে৷ এখন ডবল ডবল চাকরি যাচ্ছে । ২০২১ এ বলেছিল মোদির ভ্যাকসিন লাগবেনা । সব ভ্যাকসিন কিনে দেবো । তারপরে বলেছিল মোদীজি ভ্যাকসিন দেন, রক্ষা করো ৷ মোদীজি ১৫ কোটি ১৭ কোটি ভ্যাকসিন বিনামূল্যে বাংলাকে পাঠিয়েছে৷’
শুভেন্দুর অভিযোগ,’পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন,প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড,স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড, কোঅপারেটিভ রিক্রুটমেন্ট বোর্ড, মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট বোর্ড, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রভৃতি মিলে পশ্চিমবঙ্গের যতগুলো নিয়োগের বোর্ড আছে বিগত কয়েক বছর ধরে কোনটাতে নিয়োগ হয়নি । একটার পর একটা কারখানা বন্ধ করে রাজ্যটাকে শ্মশান করেছে ।’
তিনি মমতা ব্যানার্জি এবং তার দলকে নিশানা করে বলেছেন, ‘এরা মেদিনীপুরের লোককে চাকর বাকর ভাবে । আরে আমরা চাকর বাকর নই । আমাদেরই বিদ্যাসাগর বর্ণপরিচয়ের স্রষ্টা । আমাদেরই ক্ষুদিরাম বোস । আমাদেরই মাতঙ্গিনী হাজরা যিনি তমলুকেরই বাসিন্দা, ১৯৪২ সালের ২৯ সেপ্টেম্বর বানপুকুরে আত্মবলিদান দিয়েছিলেন । আমাদের এই মেদিনীপুর ১৯৪২ এর ১৭ ডিসেম্বর সতীশবাবু, সুশীলবাবু, অজয়বাবু জাতীয় সরকার প্রতিষ্ঠা করেছিলেন । ব্রিটিশরাও ফেলতে পারিনি ।’ পরিশেষে তিনি বলেন, ‘আমি এবং ডঃ সুকান্ত মজুমদারের জুটি একে প্রাক্তন করে ছাড়বো । ভোট লুট বন্ধ হবে, চাকরি বিক্রি বন্ধ হবে, হিংসা বন্ধ হবে, তোষণ বন্ধ হবে ।’ এরপর “চোর ধরী জেল ভরা” স্লোগান তোলেন শুভেন্দু অধিকারী ।’।