এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ এপ্রিল : গত সোমবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে দেখা করতে আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্ফর আহমেদ ভবনে গিয়েছিলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় । টানা ১৩ মিনিট ধরে কথা হয় বিমান বসুর সঙ্গে।আজ বুধবার ‘রাজনৈতিক শিক্ষাগুরু’ প্রয়াত অজিত পাঁজার মূর্তিতে মাল্যদান করতে গিয়ে গুরুর পুত্রবধূ তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজার সঙ্গে সৌজন্য বিনিময় করলেন তাপসবাবু । তাঁর সঙ্গে ছিলেন উত্তর কলকাতার বিজেপির জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ । শশী পাঁজার শ্বশুরিবাড়ি থেকে বেড়িয়ে তাপসবাবু বলেন,’অজিত পাঁজার সান্নিধ্য পাওয়া আমার কাছে সৌভাগ্যের বিষয় । ওই বাড়িতে ১৯৭৯ সাল থেকে আমার যাতায়ত । বাড়িটা আমার কাছে মন্দিরের মতো । তাই তাঁর বাড়িতে এসে ওনাকে প্রনাম জানিয়ে গেলাম ।’ শশী পাঁজার সঙ্গে দেখা হল এবং ভোট দেওয়ার জজ্য তাঁর কাছে আবেদনও জানিয়েছেন বলে জানান তিনি । পাশাপাশি তিনি বলেন,’উত্তর কলকাতার ১৫ লক্ষ ভোটার। সকলের কাছেই যাব। শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় ও নয়না বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব না।’
শশি পাঁজা বলেন,উনি আমাদের বাড়ি আসবেন বলে শুনেছিলাম । আজ সকালে আমি যখন আমার অফিসে বসে কাজ করছিলাম হঠাৎ দেখি উনি এসেছেন । উনি শ্বশুরমশাইয়ের মূর্তিতে মালা দিলেন। এবং আমায় নমস্কার করে বেরিয়ে যান। তিনি বলেন, ‘অজিত পাঁজা ওনার রাজনৈতিক শিক্ষাগুরু এটা তো অস্বীকার করার উপায় নেই ।’।