প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১২ জুন : প্রচুর পরিমাণ সোনার গয়না সহ বর্ধমান জিআরপির হাতে গ্রেপ্তার হলেন বিহারের এক বাসিন্দা । ধৃতের নাম নীরজ কুমার। তার বাড়ি বিহারের আরা টাউন থানার রামগাদিয়া কলোনিতে । নীরজ শুক্রবার রাতে নেতাজি স্পেশাল এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামড়ায় চড়ে ছিলেন । তার গতিবিধি সন্দেহজনক লাগায় জিআরপির হাওড়া ডিভিশনের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে।
তল্লাশিতে নীরজের কাছে থাকা একটি পিঠব্যাগ থেকে মেলে কাগজে মোড়া ৮৪টি সোনার চুড়ি । ওই সোনার গয়নার বৈধ কোনও কাগজপত্র দেখাতে না পারায় জিআরপি নীরজ কে গ্রেপ্তার করে। ট্রেনটি বর্ধমান স্টেশনে পৌঁছালে তাকে বর্ধমান জিআরপির হাতে তুলে দেওয়া হয়। জিআরপির দাবি উদ্ধার হওয়া সোনার পরিমাণ ৪৭৪.৯৪০ গ্রাম।বিষয়টি আয়কর দপ্তরকে জানানোর পাশাপাশি জিআরপি শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে । ভারপ্রাপ্ত সিজেএম ধৃতকে বিচার বিভাগীয় হেপাজতে পাঠিয়ে সেমবার ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন ।।