সঞ্জয় মন্ডল,ভাতার(পূর্ব বর্ধমান),২৩ এপ্রিল : ২০১৬ সালে এসএসসির প্যানেলে নিয়োগ হওয়া নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মী মিলিয়ে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চ। আজ মঙ্গলবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার এরুয়ার হাই স্কুলমাঠে আয়োজিত দলীয় প্রার্থীর সমর্থনে জনসভায় ভাষণ দিতে গিয়ে একসঙ্গে অতগুলো চাকরি বাতিল করার ঘটনায় নজিরবিহীন ভাষায় অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তিনি বলেন,’এতগুলো বাচ্চার জীবন কেড়ে নিয়ে নাচছিস ? নেচে নেচে বেড়া । তবে মনে রাখবি, ‘যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে । আর পশ্চাতে রেখেছে যারে সে তোমারে পশ্চাতে টানিছে’ ।’ মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘একদিন মানুষের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাবে ।’ এরপর কবিতা আবৃত্তি করেন মমতা ব্যানার্জি- ‘জীবনের জয়গান গাও, জীর্ণ ধরাতল জাগ ভেসে যাক, আমরা শুনেছি ওই মাভৈ মাভৈ মাভৈ’ । বিজেপির সরকারকে ভোটের মাধ্যমে ভাঙো ।’ পাশাপাশি তোলেন “খেলা হবে” শ্লোগান ।
নরেন্দ্র মোদীকে নিশানা করে মমতা ব্যানার্জি বলেন, ‘বলেছিল ১৫ লাখ টাকা দেবে, দিয়েছে? কি মায়েরা, কি আম্মারা,কি সতি সাবিত্রী,সীতা অরুন্ধতীরা, কি আমার ছাত্র যৌবন, কি আমার কৃষক শ্রমিক, একবার বলবে তোমাদের অ্যাকাউন্টে এক লক্ষ টাকা ও দিয়েছে ?’ মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন যে কোচবিহারের রাতে সিসিটিভি অফ করে ভোট চুরি করতে গিয়েছিল । এরপর তিনি “গলি গলি মে শোর হ্যায়,বিজেপি চোর হ্যায়” শ্লোগান তোলেন ।
এদিন বর্ধমান-দুর্গাপুর লোকসভার তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে ভাতারের এরুয়ারে জনসভা করেন মুখ্যমন্ত্রী । ভাতার ছাড়াও আশপাশের ৪-৫ টি বিধানসভা এলাকা থেকে প্রচুর তৃণমূল কর্মী ও সমর্থক সভায় যোগ দেয় । মুখ্যমন্ত্রী তার ভাষণে তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। এছাড়া রাজ্যের প্রতি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে জানান যে ১০০ দিনের কাজ প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে,আবাস যোজনা প্রকল্প বন্ধ করা হয়েছে । পাশাপাশি ফের তিনি এরাজ্যে এনআরসি, সিএএ, ইউনিফর্ম সিভিল কোড লাগু করতে দেওয়া হবে না বলে জানান । সেই সাথে সিবিআই, ইডির লাগাতার অভিযান নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রতিশ্রুতি দেন যে রাজ্য সরকার বাংলা আবাস যোজনার টাকা দেবে রাজ্য এবং ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি ফিরিয়ে দেবার জন্য হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাবেন । এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গোটা মঞ্চ জুড়ে কার্যত ছুটে বেড়িয়ে ভাষণ দেন মুখ্যমন্ত্রী ।।