প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১২ জুন : রাইসমিলের দূষণের কারণে ক্ষতি হওয়ার প্রতিবাদে এবার জোরদার আন্দোলনে নামলো পূর্ব বর্ধমানের গলির চাষিরা । দূষনে ফসলের ক্ষতি রুখতে হাতে প্ল্যাকার ফেস্টুন নিয়ে শনিবার ট্রাক্টর মিছিল করে গলসির একাধিক রাইস মিলের গেটে বিক্ষোভ দেখালো চাষিরা।গলসির পারাজ, পুরসা ও কোলকোল এলাকার চাষিরা এদিনের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেন।চাষীদের অভিযোগ জেলা প্রশাসনের প্রতিনিধি দল দূষণের বাস্তব পরিস্থিতি সরোজমিনে খতিয়ে দেখে যাওয়ার পরেও পরিস্থিতির কোন বদল ঘটে নি । এদিন চাষিরা হুঁশিয়ারী দেন দূষণ নিয়ন্ত্রণে রাইসমিল কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে আগামী দিনে তাঁরা আরও বৃহত্ত্বর আন্দোলন শুরু করবেন । গলসি থানার পুলিশ এদিন বুঝিয়ে সুজিয়ে চাষিদের ক্ষোভ বিক্ষোভ সামাল দেয় ।
বিক্ষোভে অংশ নেওয়া গলসির চাষি মিন্টু শ্যাম বলেন, ’রাইস মিলের পচা জল ও ছাইয়ে গলসি এলাকায় কৃষি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে।দূষণের কারণে তাঁদের কৃষি জমিতে ধানের ফলন দিনের পর দিন কমে যাচ্ছে। এমনকি মিলগুলি ভূগর্ভ থেকে গ্যালন গ্যালন জল তোলায় এলাকায় জলস্তর হুহু করে নেমে যাচ্ছে ।এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিচ্ছে। পাশাপাশি মিল থেকে নির্গত পচা দূর্গন্ধ যুক্ত জল ও ছাইয়ের গুড়োতে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। এইসবের জেরে ফলনে মার খেয়ে সর্বশান্ত হচ্ছেন গলসির চাষিরা । বিষয়টি নিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোন সুরাহা মিলছে না বলে চাষি মিন্টু শ্যাম দাবি করেন ।
গলসির পারাজ নিবাসী অপর চাষী সেখ নুরুল হাসান বলেন,’ রাইসমিল কর্তৃপক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় সমস্যার কথা জানানো হলেও কোন সুরাহা পান নি ।নিরুপায় হয়ে এখন তাঁদের আন্দোলনের পথ বেছে নিতে হয়েছে।গত ৫ জুন জেলাশাসকের নির্দেশে জেলা প্রশাসনের একটি দল এলাকায় গলসিতে দূষণ পরিস্থিতি সরজমিনে দেখে যান ।তারপরও অবস্থার কোন পরিবর্তন হয় নি’।রাইস মিল কর্তৃপক্ষ যদিও চাষিদের এদিনের অন্দোলন নিয়ে সংবাদ মাধ্যমকে কোনও প্রতিক্রিয়া দিতে চান নি ।।