এইদিন ওয়েবডেস্ক,তাইপেই,২৩ এপ্রিল : তাইওয়ানে গত ১২ ঘন্টায়, ৮০ টি ভূমিকম্প এবং আফটারশক অনুভূত হয়েছে । যার মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল রিখটার স্কেলে ৬.৩ মাত্রার । এই ভূমিকম্পগুলি ২২ এপ্রিল, সোমবার মূলত তাইওয়ানের “হুয়ালিন” এর গ্রামীণ এলাকায় ঘটেছে বলে জানা গেছে । এই ভূমিকম্পের আফটার শক তাইওয়ানের রাজধানী শহর তাইপেইও অনুভূত হয়েছে। বেশ কিছু বহুতল ভবন হেলে পড়ার খবর পাওয়া গেলেও এখনও পর্যন্ত,ভূমিকম্পের কারণে সম্ভাব্য হতাহতের ঘটনা এবং এর ফলে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি।
উল্লেখ্য,তাইওয়ান এশিয়ার একটি ভূমিকম্পপ্রবণ দেশ। কয়েকদিন আগে এই এলাকায় ৭.২ মাত্রার ভূমিকম্প হয়েছিল । তাতে কমপক্ষে ১৪ জন নিহত এবং ৭০০ জনেরও বেশি আহত হয় । গত ডিসেম্বরে ৬.৪ মাত্রার ভূমিকম্পে তাইওয়ানের পূর্ব উপকূলকে কাঁপিয়ে দেয় ৷ এর আগে ২০১৬ সালে, দেশের দক্ষিণে একটি ভূমিকম্পে১০০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল। ১৯৯৯ সালে, তাইওয়ানে ৭.৩ মাত্রার ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষ মারা যায়।।