এইদিন ওয়েবডেস্ক,বালুরঘাট(দক্ষিণ দিনাজপুর) ২২ এপ্রিল : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করার পরামর্শ দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বিজেপি প্রার্থী ডঃ সুকান্ত মজুমদার । আজ সোমবার বালুরঘাটের ইটাহারে সুকান্ত মজুমদারের সমর্থনে ‘বিজয় সংকল্প সভা’র আয়োজন করা হয়েছিল । ওই সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে সুকান্ত মজুমদার বলেন,’মমতা ব্যানার্জি নিজে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন আর ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান । আমি বলে দিচ্ছি দিদি, এ জীবনে আপনার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূর্ন হবে না । ভারতবর্ষের প্রধান প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন আমরা পূর্ণ হবে না তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করতে পারেন ।’
কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হওয়ায় ওই সমস্ত পরিবারগুলির জন্য উদ্বেগও প্রকাশ করেন রাজ্য বিজেপির সভাপতি । তিনি বলেন,’আমি আর রুদ্রনীল ঘোষ যখন পাড়ায় পাড়ায় প্রচার করছিলাম তখন সাংবাদিকরা আমাদের খবর দিল দাদা ২৫০০০ চাকরি বাতিল হয়ে গেল । তবে সবাই চুরি করে চাকরি পেয়েছে তা নয় এদের মধ্যে অনেক যোগ্য প্রার্থী ও আছেন । কিন্তু রাজ্য সরকারের অপদার্থতা ভুলের জন্য ২৫ হাজার লোকের আজকের চাকরি হারিয়ে গেল । ২৫ হাজার পরিবার আজকে জলে পড়ে গেল । তাদের ব্যাংকের ঋণ নেওয়া আছে। কেউ বিয়ে করেছেন ছেলেমেয়ে হয়ে গেছে । তারা খাবে কি ভাবুন !’
সুকান্ত মজুমদার বলেন, দিদি মনে করেন পরের ছেলে পরমানন্দ আর আমি আর ভাইপো করব আনন্দ৷ তিনি আর কারোর আনন্দের কথা ভাবেন না ।’ তিনি বলেন, খবর হয়েছে সবুজ সাথী সাইকেল বাংলাদেশের পাচার হয়ে গেছে । আগে গরু পাচার করত, কয়লা পাচার করত । কিন্তু বিএসএফ আটকে দিয়েছে । এখন সাইকেল বেচে খাচ্ছে । যা পারবে তাই বেচবে । নদীর বালি থেকে শুরু করে তৃণমূল যা পারে তাই বিক্রি করে ।’ সুকান্ত শাসকদলকে বিদ্রুপ করে বলেন, তৃণমূলের এক নেতা আমাকে বলছিল চাঁদে কত বালি আছে সেগুলো যদি বেচা যেত তাহলে কত টাকা হতো । এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস ।’
সুকান্ত মজুমদারের অভিযোগ,’করোনা মহামারীর সময় আমি সাংসদ কোটা থেকে ৩০ লাখ টাকা রাজ্য সরকারকে দিয়েছিলাম চিকিৎসার যন্ত্রপাতি কেনার জন্য । কিন্তু তারা ওই টাকায় মাক্স আর স্যানিটাইজার কিনেছে ।মাক্স আর স্যানিটাইজার কিনে ৩০ লক্ষ টাকা নষ্ট করেছে।’।