এইদিন ওয়েবডেস্ক,সিরিয়া,২২ এপ্রিল : সিরিয়ার আল-হাসাকাহ প্রদেশে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর সিরিয়ার দেইর এজোর প্রদেশে অবস্থিত ‘আল-ওমর’ তেলক্ষেত্রে মার্কিন বাহিনীর ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।আল-মায়াদিন, তার সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে বিস্ফোরণটি রবিবার রাতে ঘটে। তবে সূত্র এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।এর আগে আল-হাসাকা প্রদেশে অবস্থিত ‘খারাব আল-জির’ বিমানঘাঁটিতে আমেরিকান সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। তথ্য অনুযায়ী, একটি ড্রোন ও চারটি ক্ষেপণাস্ত্র দিয়ে এসব হামলা চালানো হয়।
তবে, রয়টার্স বার্তা সংস্থা, দুটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে ইরাকি শহর মসুল থেকে উত্তর-পূর্ব সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।এখন পর্যন্ত এসব হামলায় সম্ভাব্য প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি।মার্কিন কর্মকর্তারা এ বিষয়ে এখনো কিছু বলেননি।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে ইরানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা ইরাক ও সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর ঘাঁটিতে হামলা বাড়িয়েছে।এই সন্ত্রাসবাদীদের আগের হামলায় বেশ কিছু আমেরিকান সেনা নিহত ও আহত হয়েছিল।গত জানুয়ারিতে সিরিয়ার ‘আল-ওমর’ তেলক্ষেত্রে আমেরিকান বাহিনীর ঘাঁটিতে হামলা চালানোর পর ফের মার্কিন সেনাকে নিশানা করল তারা ।।