এইদিন ওয়েবডেস্ক,টোকিও,২১ এপ্রিল : প্রশিক্ষণ অনুশীলনের সময় দুটি জাপানি সামুদ্রিক আত্মরক্ষা বাহিনীর হেলিকপ্টার সমুদ্রে বিধ্বস্ত হয়, এতে বোর্ডে থাকা আটজন ক্রু সদস্যের মধ্যে অন্তত একজন নিহত হয়েছেন বলে খবর । দুটি এস এইচ-৬০ টহল হেলিকপ্টার শনিবার রাতে মধ্য জাপানের দক্ষিণ উপকূলে প্রত্যন্ত ইজু দ্বীপপুঞ্জের তোরিশিমার কাছে সাবমেরিন বিরোধী মহড়া চালাচ্ছিল । সেই সময় এই দুর্ঘটনা ঘটে ।
নিখোঁজ ক্রুদের জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে এবং উভয় ফ্লাইট রেকর্ডার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ । জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কিহারা মিনোরু আজ রবিবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে সম্ভবত দুটি হেলিকপ্টার সংঘর্ষে পড়েছল ।এক্স-এর একটি পোস্টে, জাপানে মার্কিন রাষ্ট্রদূত রহম ইমানুয়েল অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় তার দেশের সহায়তার প্রস্তাব দিয়েছেন।।