এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ এপ্রিল : ফের বেফাঁস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । এবারে প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে “অশ্লীল” শব্দ প্রয়োগের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে । সাম্প্রতিক অতীতেও মুখ্যমন্ত্রীর মুখ থেকে বহু বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছিল । কিন্তু শুক্রবার হরিহর পাড়াতে মুর্শিদাবাদ কেন্দ্রের দলীয় প্রার্থী আবু তাহের-এর সমর্থনে নির্বাচনি জনসভাতে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করতে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অত্যন্ত আপত্তিকর শব্দ প্রয়োগ করেছেন বলে অভিযোগ উঠছে । ভিডিওটি বিজেপি নেতারাসহ বিভিন্নজন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মমতা ব্যানার্জিকে নিশানা করেছেন ।
বিজেপির সর্বভারতীয় আইটি সেল ইনচার্জ অমিত মালব্য ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন,’যদিও বাজে মুখের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না, কিন্তু এবার তিনি নিজেকে ছাড়িয়ে গেছেন। তিনি আবার প্রধানমন্ত্রীকে গালাগালি করেন এবং একটি যৌনতাবাদী অপবাদ ব্যবহার করেন ‘বাড়া’, যার অর্থ ডিক। এর আগে তিনি ‘বাল’ শব্দটি ব্যবহার করেছিলেন, যার অর্থ পিউবিক চুল। মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় বক্তৃতায় অনেক নীচুতে নামতে পারেন তবে তিনি যে ধরণের ভাষা বোঝেন সেই ভাষাতে তাকে নিন্দা করা হলে ভিকটিম কার্ড খেলা বন্ধ করা উচিত। সমসাময়িক সময়ে কোনো রাজনীতিবিদই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অতটা ঘৃণ্য নয়। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তাকে যথেষ্ট পেয়েছে। প্রথম দফার ভোট টিএমসি-র জন্য একটি অপ্রিয় ধাক্কা হবে।’
এর আগে কোচবিহারের জনসভায় মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন ‘রামনবমী ওদের দাঙ্গা করার দিন।’ মুসলমানদের তিনি পরামর্শ দিয়েছিলেন যে তাদের এলাকায় রামনবমীর মিছিল গেলে ‘আল্লাহর নাম করবেন এবং ওদের বিদায় দেবেন ।’ চালসায় মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে “চোর চোর” স্লোগান দিলে “নির্বাচনী বিধিনিষেধ না থাকলে জিভ ছিঁড়ে নিতাম” বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা ব্যানার্জি । এদিকে তার একের পর বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করছে বিজেপি ।।