এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ এপ্রিল : ৭ দফা লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ হয়ে গেছে শুক্রবার । পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের তিন জেলা- জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের ভোট পর্ব মোটামুটি শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ হয়েছে । এদিকে ভোট পর্ব মিটতেই ওই তিন জেলার তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা সাধারণ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে । আর সেই প্রণতা হল আগাম বিজয় উদযাপন । রাজ্যে প্রতিষ্ঠান বিরোধী চোরা স্রোতের মাঝে তৃণমূলের এই বিজয় মিছিল নিয়ে প্রশ্ন উঠছে । অনেকে মনে করছেন এটা রাজ্যের শাসক দলের হতাশার লক্ষণ ! কেউ কেউ দাবি করছেন যে প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপিকে চাপে রাখার কৌশল হিসাবে বিজয় মিছিল উদযাপনের নাটক করছে তৃণমূল কংগ্রেস!
তবে উত্তরবঙ্গের তিন জেলার ভোটপর্ব মেটার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অনেকটাই আত্মবিশ্বাসী দেখা যায় । শুভেন্দুবাবু সাফ জানিয়ে দেন যে উত্তরবঙ্গের ফলাফলে বিজেপি ৩-০ ব্যবধানে তৃণমূল কংগ্রেসের টেক্কা দিয়ে দিয়েছে । প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর একটি টুইটকে রিটুইট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির ৩ টি কেন্দ্রে উচ্চ ভোটার উপস্থিতি দেখা গেছে এবং আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী যে প্রথম পর্বের পরে, পশ্চিমবঙ্গের স্কোর হল :- বিজেপি- ৩, পরিবার ভিত্তিক দল – ০, পশ্চিমবঙ্গের মানুষ আপনার সাথে আছে, মাননীয় প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীজি। রাজ্য জুড়ে ফুটবে পদ্ম ।’ শুক্রবারের নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত দেশের মধ্যে ভোটদানের হারে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। প্রথম স্থানে ত্রিপুরা । পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ৮২.১০ শতাংশ ভোট পড়েছে কোচবিহারের নাটাবাড়িতে। সব থেকে কম ৬৮.৬৭ শতাংশ আলিপুরদুয়ারের মাদারিহাটে । কোচবিহারে ভোট ৭৭.৭৩ শতাংশ,আলিপুরদুয়ারে ৭৫.৩৩ শতাংশ এবং জলপাইগুড়িতে ৭৯.৩৩ শতাংশ মিলে তিন জেলার গড় ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ । প্রথম দফার ভোটের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া হল,’প্রথম পর্ব, দারুণ সাড়া! আজকে যারা ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আজকের ভোটিং থেকে চমৎকার প্রতিক্রিয়া পাচ্ছি। এটা স্পষ্ট যে ভারত জুড়ে মানুষ রেকর্ড সংখ্যায় এনডিএকে ভোট দিচ্ছে ।’
তিন জেলার ভোট মিটতেই এ রাজ্যের দুই যুযুধান দল তৃণমূল ও বিজেপি উভয়েই জেতার বিষয়ে আশাবাদী । কিন্তু কার আশা কতটা ফলপ্রসূ হবে তা ৪ জুন ফলাফল ঘোষণার পরেই জানতে পারা যাবে। কিন্তু এখন প্রশ্ন উঠছে তৃণমূল কেন এতটা উৎফুল্ল এবং নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারী কেনই বা এতটা আত্মবিশ্বাসী ? তৃণমূলের ক্ষেত্রে প্রাসঙ্গিক যুক্তি দেখতে না পাওয়া গেলেও বিজেপি মনে করছে যে প্রায় ৮০ শতাংশ ভোটদান শাসকদলের বিরুদ্ধে অসন্তোষের লক্ষণ এবং তাদের প্রতিই সমর্থন দেখিয়েছেন ভোটাররা ! কারণ যখনই প্রতিষ্ঠান বিরোধী হওয়া ওঠে তখনই ভোটদানের হার বেড়ে যায়, যেটা এবারে নির্বাচনে হয়েছে বলে বিজেপির দাবি । তাই আত্মবিশ্বাসের সুরে শুভেন্দু অধিকারী শুক্রবার ভোটপর্ব মিটতেই দাবি করেছিলেন যে উত্তরবঙ্গের ফলাফল বিজেপির পক্ষে ৩-০ হতে চলেছে । তাহলে কি রাজ্যের বাকি ৩৯ আসনেও প্রভাব পড়ার আশঙ্কায় তৃণমূল উত্তরবঙ্গে আগাম বিজয় উদযাপনের নাটক করে কর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করছে ? এই প্রশ্নই উঠছে এখন ।।