এইদিন ওয়েবডেস্ক,হুবলি,২০ এপ্রিল : কর্ণাটকের হুবলি কংগ্রেস কর্পোরেটর নিরঞ্জন হিরেমঠের মেয়ে নেহা একই কলেজের এক উঁচু শ্রেণীতে পড়াশোনা করা মুসলিম যুবক মহম্মদ ফায়াজের হাতে নির্মমভাবে খুন হয়েছেন বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসের মধ্যে । এই ঘটনাটি ভারতে ‘লাভ জিহাদ’-এর সর্বশেষ মর্মান্তিক পরিনতি । কংগ্রেস নেতা নিরঞ্জন হিরেমঠ স্বয়ং কবুল করেছেন যে ভারতে দ্রুত হারে বাড়ছে ‘লাভ জিহাদ’-এর ঘটনা । সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেছেন, ‘দেশে লাভ জিহাদ দ্রুত ছড়াচ্ছে, নিজেদের মেয়েদের দিকে নজর রাখুন ।’ মেয়ের নির্মম হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মেয়েকে বারবার প্রেমের প্রস্তাব দিচ্ছিল ওই যুবক । কিন্তু তার সম্প্রদায় পৃথক হওয়ায় আমার মেয়ে তার সেই প্রস্তাব প্রত্যাখান করে । আর এই কারনে সে আমার মেয়েকে মেরে ফেলেছে ।’
এদিকে কর্ণাটকের হুবলির নেহা হিরেমঠের হাড় হিম করা হত্যাকাণ্ডের সিসিটিভ ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেই ফুটেছে দেখা গেছে লাভ জিহাদি মহম্মদ ফায়াজ পিছন থেকে এসে আচমকা নেহার উপর হামলা চালায় । তারপর সে নেহাকে ক্যাম্পাসের রাস্তার উপর ফেলে ছুরি দিয়ে নির্মমভাবে কোপায় । ৭ থেকে ৮ বার ওই তরুনীকে কোপানো হয়েছিল বলে জানা গেছে । তবে ঘটনার ফুটেজে সেই সময় কয়েক ফুট দুরেই কয়েকজনকে দেখা গিয়েছিল । কিন্তু নেহাকে বাঁচাতে তাদের এগিয়ে যেতে দেখা যায়নি । ফলে ওই সমস্ত মানুষদের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে।
এদিকে ঘাতক লাভ জিহাদি মহম্মদ ফায়াজের বাবা সাহেব সুবানির মন্তব্য সামনে এসেছে । তিনি কর্ণাটকবাসীর কাছে ক্ষমা চেয়েছেন এবং ছেলের এই ক্ষমার অযোগ্য কাজের কঠোর শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বলে দাবি করেছে সংবাদপত্র কানাডা প্রভা নিউজ । ওই সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, সাহেব সুবানি নাকি বলেছেন, আমার ছেলের ভুলের জন্য আমি মুনাভাল্লী ও রাজ্যের জনগণের কাছে ক্ষমাপ্রার্থী। তিনি চোখের জল ফেলে বলেন, দয়া করে কেউ যেন আমার ছেলের মতো মেয়েদের সাথে দুর্ব্যবহার যেন না করে। আমি কারোর ক্ষতি করিনি। কিন্তু এখন দেশের সামনে মাথা নত করার কাজটি করেছে আমার ছেলে। তিনি বলেন, তার কঠোর শাস্তি হওয়া উচিত।
তিনি বলেছেব,’আমি চেয়েছিলাম আমার ছেলে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করুক। কিন্তু আজ সে ক্ষমার অযোগ্য ভুল করেছে। তাকে যে শাস্তিই দেওয়া হোক না কেন আমি মেনে নেব। ভবিষ্যতে কেউ যেন কোনো মেয়ের গায়ে হাত না দেয়। তাকে এমন শাস্তি দেওয়া হোক যাতে মানুষের মধ্যে ভীতি হোক।’।