এসো না, দাঁড়াও… যমদূত !
নির্ঘুম নিশাচর…..
কিসের এতো লালসা
দিনরাত্রের তাড়া…!
শোধ হয়নি এখনো কত ঋণ
বাকি রেখে গেছি প্রতিদিন..!
প্রতিদিনের ভালেবাসার
রক্তিম আভা নিয়েছ কেড়ে।
আর কত দুঃস্বপ্ন দেখাবে চোখে ?
কালের স্রোতে আমরা পেরেছি
রুখে দিতে মহাপ্রলয় আগেও….!
কেন দিন-রাত মেতে থাকা মৃত্যু বিভীষিকায়?
এতো প্রাণের বিনিময়েও কি শোধ হয়নি জীবনের দেনা।
আধুনিক সভ্যতায়ও বন্দী সব
কি অবাধ স্বাধীনতা তোমার ..!
মুঠোয় ভরেছ বিশ্ব ..!!
-চলমান রক্তিম দিনের আলো আভা
জীবের বেঁচে থাকার অভিলাষ.!
আর অনন্ত যে ভালোবাসা ..!
এ তো জীবনের অধিকার।।
তবুও কেড়ে নাও প্রাণ…বেঁচে থাকার স্বপ্ন
অনন্ত কুঞ্জকানন আর সীমাহীন কৃতজ্ঞতায়
দুয়ারে থেকো না দাঁড়ায়ে আর ……দূর হও !
রুখে দাঁড়াতে জানে বিজ্ঞান….একটু সময় দাও!!
ধিকি ধিকি করে বেড়ে ওঠা প্রাণেও আছে প্রাণ।
অতি যত্নে তুলে রাখা প্রতিটা আয়ুষ্কাল,
অদৃশ্য নম্র বার্তা…নয়
কঠোর হুঁশিয়ারি।
মৃত্যুর ভয়…..
উদাসীন আকাশ
তুমি মৃত্যু, তাই তোমার নেই ভয় —।।