এইদিন স্পোর্টস নিউজ,১৯ এপ্রিল : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলায় প্রতিটি ভারতীয় খেলোয়াড় নিজেকে নিকড়ে দেওয়ার চেষ্টা করছে । বিসিসিআইও দেশের খেলোয়াড়দের পারফরম্যান্সের উপর কড়া নজর রাখছে । কারন সামনেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ । আর এজন্য সেরা খেলোয়াড়দের নিয়ে চুড়ান্ত একাদশ নিশ্চিত করতে হবে । গতবার বাছাই করা দল থেকে ৯ জন খেলোয়াড় আছে যাদের এবারের দলে সুযোগ দেওয়া হবে না । আশা করা হচ্ছে চলতি মাসের শেষের দিকে টিম ইন্ডিয়া ঘোষণা করা হতে পারে ।
এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে খবর । ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা অনেক খেলোয়াড় আছে যারা গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। এবার দল কেমন হবে তা নিয়ে সবার মনেই প্রশ্ন। এবার আইপিএলে বিশ্বকাপ দলে নিজেদের জায়গা করে নেওয়ার দাবি করছেন অনেক খেলোয়াড়।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড হল : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ড্য (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ, আভেশ খান, সঞ্জু স্যামসন, শুভমান গিল।
আগের দল থেকে ৯ জনের নাম রয়েছে যাদের এবারের দলে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে । গতবার সহ-অধিনায়ক কেএল রাহুল হয়তো দলে জায়গা করে নিতে পারেবেন না । আর অশ্বিন, দীপক হুডা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি এবং হর্ষাল প্যাটেলের চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে নির্বাচিত হওয়া কঠিন । দীনেশ কার্তিকের কথা অবশ্যই চলছে তবে নির্বাচকদের এই বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে। এমনকি অক্ষর প্যাটেলের পারফরম্যান্সের কারণে তিনি এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা নাও পেতে পারেন ।।