এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৯ এপ্রিল : পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের ঝিলু-২ পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান থাকাকালীন চাকরির নামে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল একই পঞ্চায়েত এলাকার বনপাড়া গ্রামের বাসিন্দা জিয়াবুর রহমানের বিরুদ্ধে । বদনাম থেকে বাঁচতে বছর দুই আগে জিয়াবুরকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল । তারপর সে ভিড়ে যায় সিপিএম শিবিরে । একসময়ের এই তৃণমূল নেতা এখন তৃণমূলের মধ্যেই কার্যত ত্রাসের সৃষ্টি করে দিয়েছে । গ্রামে দলীয় পতাকা-টাঙ্গাতে বাধা দেওয়ায় ২ তৃণমূল কর্মীর ওপর মারাত্মক হামলা চালালো জিয়াবুর রহমানের বাহিনী । উজ্জ্বল শেখ ও জীবন মাঝি নামে ওই দুই তৃণমূল কর্মীকে লাঠি সোটা ও রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়া হয় বলে অভিযোগ । ফাটিয়ে দেওয়া হয় জীবনের । বর্তমানে ওই দুই তৃণমূল কর্মী গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । এদিকে এই ঘটনাটাকে কেন্দ্র করে তৃণমূল সিপিএমের মধ্যে চাপান উতোর শুরু হয়ে গেছে । মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীর অভিযোগ,’সিপিএম এলাকায় অতীতের সন্ত্রাসের দিন আবার ফিরিয়ে আনতে চাইছে ।’ অন্যদিকে সিপিএমের পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য দুর্যোধন সরের বক্তব্য,’আমরা ক্ষমতাই নেই, আমাদের এত হিম্মত নেই যে শাসক দলের কর্মীদের উপর আমরা হামলা চালাবো । এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ।’
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার (১৮ এপ্রিল ২০২৪) । জিয়াবুর রহমানের লোকজন বনপাড়া গ্রামে সিপিএমের দলীয় পতাকা টাঙাচ্ছিলেন। সেসময় একই গ্রামের বাসিন্দা উজ্জ্বল শেখসহ কয়েকজন তৃণমূল কর্মী তাদের বাধা দেয় বলে অভিযোগ । তৃণমূলের বাধা পেয়ে সিপিএমের কর্মীরা তখনকার মতো ফিরে যায় । এরপর এইদিন আজ শুক্রবার সকালে উজ্জ্বল শেখ এবং জীবন মাঝি গ্রাম থেকে বাইকে চড়ে নতুনহাটের মুখে আসার সময় ফাঁকা মাঠের কাছে তাদের পথ আটকায় জিয়াবুর রহমান বাহিনীর লোকজন । এদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় উজ্জ্বল শেখ এবং জীবন মাঝি বাইক ফেলে মাঠে মাঠে ছুটতে শুরু করে । কিন্তু লাঠিসোঁটা নিয়ে তাদের পিচু ধাওয়া করে সিপিএম কর্মীরা । মাছ মাঠে ওই দু’জনকে আটকেও ফেলে তারা । এরপর শুরু হয় লাঠি দিয়ে নির্মম মারধর ।
জানা গেছে, দলীয় দুই কর্মীর উপর হামলার খবর ইতিমধ্যে পেয়ে যায় বনপাড়া গ্রামের তৃণমূলের লোকজন । তারা ঘটনাস্থলে ছুটে আসে । আহত দুই দলীয় কর্মীকে উদ্ধার করে তারা প্রথমে মঙ্গলকোট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় । কিন্তু আহত ২ তৃণমূল কর্মীর আঘাত গুরুতর হওয়ায় তাদের তৎক্ষণাৎ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয় । এদিকে পাল্টা প্রতিশোধের জন্য তৃণমূল কর্মীরা এককাট্টা হয়ে জিয়াবুর রহমান ও ও তার দলের লোকজনদের হন্যে হয়ে খুঁজতে শুরু করে । ঘটনাটাকে ঘিরে ব্যাপক উত্তেজনার ছড়িয়ে পড়ে এলাকায় । যদিও বড়সড়ো ঝামেলা বাধার আগেই মঙ্গলকোট থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে ফেলে । জানা গেছে, আক্রান্ত উজ্জ্বল শেখ বনপাড়া গ্রামের একটি বুথের দলের সভাপতির পদে রয়েছেন। জীবন মাঝি সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত । এই ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে ।।