এইদিন ওয়েবডেস্ক,কর্ণাটক,১৯ এপ্রিল : কংগ্রেস শাসিত কর্ণাটকের আইনশৃঙ্খলা কার্যত তলানিতে এসে পৌঁছে গেছে । এবারে দুষ্কৃতীরা এক বিজেপি নেতার বাড়িতে ঢুকে তার ছেলেসহ ৪ সদস্যকে নির্মমভাবে খুন করেছে । হত্যা করেছে । ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে (১৮ এপ্রিল ২০২৪) কর্ণাটকের গদগ জেলার গদগ- বেতাগেরি পৌরসভার দাসারা ওনি এলাকার ঘটনা ।
নিহতরা হলেন কার্তিক বাকালে (২৭), পরশুরাম হাদিমনি (৫৫), পরশুরামের স্ত্রী লক্ষ্মী হাদিমনি (৪৫) এবং মেয়ে আকাঙ্খা হাদিমনি (১৬) । তাদের মধ্যে কার্তিক বেতাগেরি নগর সভার বিজেপির সহ-সভাপতি প্রকাশ বাকালের ছেলে ।
জানা গেছে,কার্তিকের বিয়ের প্রস্তুতিতে অংশ নিতে এসেছিল হাদিমনি পরিবার। তিনি বাকালে পরিবারের আত্মীয় ছিলেন। শুক্রবার রাতে কার্তিকদের বাড়ির দোতলায় একটি ঘরে ঘুমচ্ছিল ওই পরিবারটি। ঘুমন্ত অবস্থায় তাদের এলোপাথাড়ি গুলি চালিয়ে হত্যা করা হয় । ঘটনার বিবরণে বলা হচ্ছে যে, খুনিরা বারান্দা থেকে ঘরে ঢোকে । ঘরের কাচ ভেঙে ভিতরে ঢুকে হাদিমনি পরিবারের তিনজনকে গুলি করে হত্যা করে তারা। গুলির শব্দ শুনে কার্তিক ছুটে এলে তাকেও হত্যা করে দুষ্কৃতকারীরা ।
এদিকে পাশের ঘরেই ঘুমছিলেন প্রকাশ বাকালে ও তার স্ত্রী সুনন্দা বাকালে । খুনিরা তাদের ঘরের দরজা ভাঙার চেষ্টা করে । ইতিমধ্যে প্রকাশ পাকলের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ বাহিনী । তার আগেই চম্পট দেয় দুষ্কৃতীদল । তারা খুনের ব্যবহৃত তাদের অস্ত্র একটি ড্রেনে ফেলে দেয় ।
পুলিশ জানিয়েছে যে এটি লুটপাট এর ঘটনা নয় । কারণ বাড়ি থেকে কিছু খোওয়া যায়নি । এই হত্যাকাণ্ড টি পরিকল্পিত বলে মনে করছে পুলিশ । পাঁচ সদস্যদের একটি দল গঠন করে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে । করা হয়েছে । যদিও এখনও পর্যন্ত খুনের কোন কিনারা করতে পারিনি পুলিশ। সকালে কর্ণাটকের মন্ত্রী এইচ কে পাটিল প্রকাশ বাকালের বাড়িতে যান । এ সময় পরিবারের সদস্যরা হত্যাকারীদের ফাঁসির দাবি করেন। মন্ত্রী পরিবারের সদস্যদের আশ্বস্ত করেছেন যে অভিযুক্তদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থলে তদন্ত চালায়।।