প্রেমে যেদিন পড়েছিলাম
বেরিয়েছিল পাটি দুই দাঁত
কত হাসি কত মজা
সেদিন ছিল বৈশাখী রাত।
কি জানি কি জাদু ছিল
করলো আমায় ফকির শেষে
কাজবাজ ভুলে পথে পথে
ঘুরি ভবঘুরের বেশে।
বৈশাখের ওই প্যাচপ্যাচে ঘাম
চলছি অনন্ত পথ হেঁটে
উফ!আহঃ ক্লান্তি নেই মুখে
পৌঁছে যেতাম বাবু ঘাটে।
গ্রীষ্মে তখন দখিনা বাতাস
ফুরফুরে সে নবাবী মেজাজ
ভাবতাম বসে তুমি বেগম
আমি তোমার সিরাজ।
দেখতে দেখতে দশটি বছর
যেই না হলো তরী পার
গিন্নির আমার রূপটি বদল
নিচ্ছে খুলে সব ক’টা হাড়।
বৈশাখেতে তার এসি চাই
মাঘ মাসেতে হিটার
পকেট হচ্ছে গড়ের মাঠটি
বাড়ছে শুধু মিটার।
বলি ওগো শোনো না গো
কাছে একটু ব’সো না
দাঁত ভেঙচিয়ে, মুখ ভেঙচিয়ে
রাতদিন চলে শুধুই ভর্ৎসনা।
ধ্যাৎতেরি কি দাঁতের এতো
মহিমা আগে যদি বুঝতাম
পেত্নী শেষে পত্নী হয়ে
ঘাড় মটকাবে তা কি ভাই জানতাম !