এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ এপ্রিল : চব্বিশের মহারণের প্রথম দফায় এরাজ্যের ৩ জেলা জলপাইগুড়ি,আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোট হচ্ছে । সকাল থেকেই কোচবিহারের কিছু জায়গায় বুথ দখল, কোথাও ছাপ্পা, বিজেপির পোলিং এজেন্টকে ঢুকতে বাধা, অপহরণের মত অভিযোগ উঠেছে । ভোট গ্রহণ শুরু থেকে ১০ পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে ১৫১টি অভিযোগ জমা করেছে বলে খবর ।
এদিকে প্রথম দফা ভোট শুরুর আগেই অবাধ শান্তিপূর্ণ ভোটের প্রার্থনায় সকালেই কালীঘাটের মন্দিরে পীঠদেবী দক্ষিণাকালীকে পূজো দিয়ে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দেবীকে পূজো দেওয়ার পর চলে আসেন রাজভবনের পিসরুমে।রাজ্যপাল বলেন, রাজনৈতিক অশান্তি ও পুলিশের বিরুদ্ধেও আসছে নিষ্ক্রিয়তার অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে ।’ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ।
কলকাতায় একটি সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন যে বিজেপি সমর্থক সংখ্যালঘু গ্রামগুলিতে শাসকদল নজরদারি উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে । নাটাবাড়িতে বিজেপি কর্মী মুস্তাফা আলী জখম হয়েছেন । আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি আছেন। তবে এটা স্পষ্ট যে তৃণমূলের প্রচেষ্টাকে মানুষ সংঘবদ্ধভাবে রুখে দিয়েছে । সকাল ন’টা না পর্যন্ত ভোটদানের হার তুলনামূলকভাবে কম । তবে ভোট চলছে এবং তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে । অনেক জায়গায় প্রতিরোধ একটু কঠোর হয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে ।।