এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৯ এপ্রিল : আজ শুক্রবার সাত দফা লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট হচ্ছে । দেশের ২১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২ টি লোকসভা আসনের ১৬২৫ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হচ্ছে আজ । এদিকে সকাল থেকেই সেলিব্রিটিদের মধ্যে ভোটদানের হিড়িক লক্ষ্য করা যাচ্ছে । কলিউড সুপারস্টার থালাপ্যাথি বিজয় প্রতিবার নির্বাচনে তার ভোটাধিকার প্রয়োগ করেন। এবারেও তার ব্যাতিক্রম হয়নি । অভিনেতা তার চলমান চলচ্চিত্র ‘গোট গ্রেটেস্ট অফ অল দ্য টাইম’ -এর শুটিং থেকে বিরতি নিয়ে ভারতে ফিরে এসেছেন । রাশিয়ায় চলছিল ছবিটির শ্যুটিং । ইতিমধ্যে তিনি নিজের নির্বাচনী এলাকার বুথে গিয়ে ভোটও দিয়েছেন বলে জানা গেছে ।
তামিলনাড়ুতে ভোটগ্রহণ শুরু হওয়ার সাথে সাথে দক্ষিণের অনেক বড় তারকাকে বুথে গিয়ে ভোট দিতে দেখা যায় । সুপারস্টার রজনীকান্ত, অভিনেতা ধানুশ সহ অনেক তারকাকে তাদের ভোট দিতে দেখা গেছে এবং ভক্তদের তাদের ভোট দেওয়ার জন্য অনুরোধও করেছেন তারা ।
কড়া পুলিশি প্রহরায় শুক্রবার ভোরে চেন্নাইয়ের একটি ভোট কেন্দ্রে পৌঁছতে দেখা যায় দক্ষিণের সুপারস্টার রজনীকান্তকে । কিন্তু আশপাশের বাসিন্দারা অভিনেতার উপস্থিতর কথা টের পেয়ে গেলে তারা ওই বুথে এসে ভিড় জমান । অভিনেতা তার ভক্তদের দায়িত্বশীলভাবে ভোট দিতে এবং তাদের নেতা নির্বাচনের অধিকার প্রয়োগ করার আহ্বান জানান ।অভিনেতা ধানুশও ভোট দেওয়ার জন্য সকালেই ভোট কেন্দ্রে পৌঁছেছিলেন । তিনি গাড়ি থেকে বেরিয়ে আসার সাথে সাথেই পুলিশ অভিনেতাকে দ্রুত বুথের ভিতরে নিয়ে যায় । স্থানীয় লোকজন তাদের এলাকায় তারকাকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন এবং অভিনেতাকে ঘিরে ছিলেন তার ভক্ত ও মিডিয়া ।
তামিল অভিনেতা শিবকার্থিকেয়ানও ভোট দিতে ভোট কেন্দ্রে পৌঁছেছেন। রজনীকান্তের মতো তিনিও মিডিয়ার সামনে ভক্তদের ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন।
তামিল অভিনেতা অজিথ কুমার এবং শিবকার্থিকেয়ানকেও সকালে চেন্নাইতে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । তামিল অভিনেতা কমল হাসানও ভোট দিয়েছেন। চেন্নাইয়ের কোয়াম্বেদু ভোট কেন্দ্রে ভোট দেন তিনি ।অভিনেতা বিজয় সেতুপতিও ভোট কেন্দ্রে পৌঁছে ভোট দিয়েছেন এবং তাঁর ছবিও পোস্ট করেছেন তিনি ।।