এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,১৯ এপ্রিল : উত্তরবঙ্গের ৩ জেলা আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি লোকসভা আসনে কড়া নিরাপত্তায় শুরু হল ভোটগ্রহণ পর্ব । তার আগে বুধবার রাতে কোচবিহার জেলার চান্দামারী অঞ্চলের রাজপুরে বিজেপির বুথ সভাপতির উপর হামলার অভিযোগ উঠছে । অন্যদিকে প্রায় একই সময়ে জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ির চতুরাগছ এলাকায় বিজেপির বুথ আফিস জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।
যাই হোক, আজ শুক্রবার প্রথম দফার ভোটে সকাল থেকেই তিন জেলার ভোটকেন্দ্রগুলিতে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে । উত্তরবঙ্গের তিন আসনের মধ্যে জলপাইগুড়িতে হচ্ছে ত্রিমুখি লড়াই । এখানে বিজেপির প্রার্থী রয়েছেন জয়ন্ত রায়,তৃণমূলের নির্মল চন্দ্র রায় এবং বাম কংগ্রেস জোট প্রার্থী দেবরাজ বর্মন । আলিপুরদুয়ারে লড়াই মূলত তৃণমূলের প্রকাশ চিকবড়াইক, বিজেপির মনোজ টিগ্গার মধ্যে ৷ এখানে জোট প্রার্থী আরএসপির মিলি ওরাওঁ কার কতটা ভোট কাটেন সেদিকে তাকিয়ে বাকি দুই যুযুধান দল । কোচবিহার আসনেও মূল লড়াই বিজেপি ও তৃণমূলের মধ্যে । এখানে বিজেপির প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া ।
ভোটগ্রহণের আগে মাথাভাঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে । মৃত জওয়ানের নাম নিলেস কুমার নিলু বলে জানিয়েছে পুলিশ । বিহারের বাসিন্দা বছর ৪২-এর ওই জওয়ান মাথাভাঙ্গা বেলতলা এলাকায় একটি স্কুলে ভোটের ডিউটিতে এসেছিলেন। তীব্র গরমের কারনে বুধবার রাতেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন । চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি ।।