এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,১৭ এপ্রিল : ‘অপর ধর্মকে শ্রদ্ধা করা মানে আমরা দুর্বল এটা যেন কেউ ভেবে না নেয়’ – আজ বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীতে রামনবমী উদযাপন অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বিরোধী দলনেতা বলেন,’আমার আজকে ১০০ জায়গায় নিমন্ত্রণ ছিল । আমি সকালের নিউটাউন এ করেছি, বিকালে উলুবেড়িয়ায় যাব । কিন্তু বাসন্তীর নাম শুনে এসেছি কারণ এখানে কোন হিন্দুরা ভাল নেই । আর এর কারণ আপনারা সবাই জানেন, সমঝদার কা ইশারাহি কাফি হ্যায়। আমি শুধু বলবো আমি আমরা বিবেকানন্দের শিষ্য, নিজে ধর্মের প্রতি আস্থাশীল এবং অপর ধর্মের পথে শ্রদ্ধাশীল থাকি। আর শ্রদ্ধা করা মানে আমরা দুর্বল এটা যেন কেউ ভেবে না নেয় । এটা ভাবার কোন কারণ নেই।’
এরপর তিনি বলেন,’উত্তরপ্রদেশেও এসব হতো, ওখানে যোগী বাবা বন্ধ করে দিয়েছেন । আসামেও এগুলো হত, সেখানেও ধর্ম পরিবর্তন হত, লাভ জিহাদ হত,রোহিঙ্গার প্রবেশ হত, হিন্দুদের জমি বাড়ি দখল হতো । ওখানে হেমন্ত বিশ্ব শর্মা বন্ধ করে দিয়েছেন । এখানেও খুব বেশি দিন বাকি নেই , অল্প দিন বাকি আছে । আপনারা নিশ্চিন্ত থাকুন । যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে সেটাও ভালো হবে।’
তিনি উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে বলেন,’শ্রীমৎভগবতগীতার একটা লাইন সর্ব্দা মাথায় রাখবেন- “ধর্ম রক্ষতি রক্ষিত” । কিছু পাওয়ার আনন্দ থাকবে, কিছু না পাওয়ার দুঃখও থাকবে, কিন্তু ধর্মের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবেন না ।’ শুভেন্দু অধিকারী বলেন,’আপনারা কি কখনো ভেবেছিলেন রাম জন্মভূমি উদ্ধার হবে? মন্দির হবে কেউ ভেবেছিলাম? রাম মন্দিরের জন্য ৩ লাখ হিন্দু আত্মবলিদান দিয়েছেন । ৮৫ বার আক্রমণ হয়েছে । আমি নিশ্চয়ই আজ রামচন্দ্রজিকে স্মরণ করব, কিন্তু সব ক্রেডিট ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদরদাস মোদীর । মোদি হ্যায় তো মুমকিন হ্যায় ।’
আজ বাসন্তী বিধানসভা কেন্দ্রের বাসন্তীতে রাম পূজা কমিটির উদ্যোগে আয়োজিত রামনবমী উদযাপনে অংশ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী । তার আগে বাসন্তীর হরিমন্দিরে পুজো দিতে যান । সেখান থেকে যান রামনবমী উৎসব উদযাপন অনুষ্ঠানে । বিরোধী দলনেতাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান পাঁচ বছর আগে বাসন্তীতে খুন হওয়া বিজেপি কর্মীর স্ত্রী পদ্মা মন্ডলসহ অনান্যরা ।।