এবারেও সম্পূর্ণ হলো না আমার হৃদয় দোকানের হালখাতা!
বাকি বেচতে বেচতে দেউলিয়া! কেউ চুকায়না দাম!
খেরোখাতায় ক্রেডিটের পাতা ভরা,
ডেবিটের সাদা পাতা!
ভালো, মন্দ, মধ্যপন্থী, চরমপন্থী সবার কাছে এ দোকানের যথেষ্ট সুনাম!
চৈত্র এলেই দোকান পায় নতুন সাজ, বছরভর যা’ এলোমেলো!
বৈশাখে হালখাতার চরম প্রস্তুতি! কোনবারই সবকিছু হয়না ঠিক!
শুধু একা একা বসে খেরোখাতা উল্টাই,
কে কত দিল আর পেল!
প্রাপ্তিশূন্যতায় কষ্টমুখে হাসি হা হা হা হা হা! চোখের পাতা চিক চিক !
মানুষের সুখদিন শেষের কষ্ট লগনে
তবুও ভরসা বেচি বাকিতে!
এবারে লেজার বইটাই ফেলে দেব গাঙে কষ্টের দস্তাবেজ যাক দূরে !
হিসেব রেখে যখন লাভই নেই তখন
পড়তেই থাকি ফাঁকিতে!
তবুও, দোকান বন্ধ হবে না কখনো!
এসো, নিখাদ ভালোবাসা রেখেছি বয়েমে ভরে!