প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১১ জুন : স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার হল এক যুবক। ধৃতের নাম দীপঙ্কর মুর্মু । পূর্ব বর্ধমানের জামালপুর থানার দোগাছিয়া গ্রামে তার বাড়ি। ছাত্রীর পরিবারের দায়েরকরা অভিযোগের ভিত্তিতে জামালপুর থানর পুলিশ বৃহস্পতিবার রাতে হুগলির ধনিয়াখালি থানার ভাণ্ডারহাটির এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। সেখান থেকে উদ্ধার হয় ছাত্রীও। শুক্রবার ধৃতকে পেশ করা হয় বর্ধমান আদালতে ।ছাত্রী মেডিকেল পরীক্ষা করাতে অস্বীকার করলেও ম্যাজিস্ট্রেটের কাছে এদিন ছাত্রীর গোপন জবানবন্দি নথিভুক্ত করিয়েছে পুলিশ।সিজেএম ধৃতের জামিন নামাঞ্জুর করে তাকে ২৪ জুন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, বছর ১৫ বয়সী ওই ছাত্রীর
বাড়ি জামালপুর থানার আস্তাই গ্রামের বাজারপাড়ায় ।সে স্থানীয় ঝাপানডাঙার একটি স্কুলে দশম শ্রেণীতে পড়ে।একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে যাওয়ার কথা বলে গত সোমবার বিকালে সে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে পরিবার আর তার হদিশ পাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে ও মোবাইল ফোনের সূত্রে ধরে অনুসন্ধান চালিয়ে পরিবারের লোকজন জানতে পারে দীপঙ্কর ওই ছাত্রীকে অপহরণ করেছে ।এরপরই ছাত্রীর বাবা দীপঙ্করের বিরুদ্ধে জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন।তার ভিত্তিতে অপহরণের ধারায় মামলা রুজু করে তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ।।