এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ এপ্রিল : সোমবার উত্তরবঙ্গের কোচবিহারে নির্বাচনী জনসভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তিনি রামনবমী উদযাপনকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্যও করেছেন বলে অভিযোগ । সভায় আগত মুসলিমদের উদ্দেশ্যে মমতা ব্যানার্জি বলেছিলেন, ‘আমি সংখ্যালঘু ভাই-বোনদের বলবো, যদি দেখেন স্লোগান দিচ্ছে, ১৭ তারিখ,ওটা ওদের দাঙ্গা করার দিন । আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক,ঐক্যের দিন হোক । গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে, আল্লাহর নামে প্রে করবেন, ওদের বিদায় চাইবেন ।’
অনেকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে ‘উস্কানিমূলক’ বলে বর্ণনা করেছেন । রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তীব্র নিন্দা করে বলেছেন যে তৃণমূল কংগ্রেস হিন্দুদেরকে ‘দ্বিতীয় শ্রেণীর নাগরিক’ করতে চাইছে । মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভিডিও ক্লিপিং নিজের এক্স হ্যান্ডেল শেয়ার করে সুকান্ত মজুমদার লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জাজনক এবং বিভেদ সৃষ্টিকারী মন্তব্য “আমরা-ওরা”র বিরুদ্ধে দাঁড় করিয়েছেন। এআইটিসি এর নেতারা হিন্দুদের তাদের নিজ দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে নামিয়ে আনার চেষ্টা করছেন ।’
তবে “রামনবমী ওদের দাঙ্গা করার দিন” মন্তব্য করা ছাড়াও মমতা ব্যানার্জি মুসলিমদের সতর্ক করে বলেছিলেন,'(বিজেপি) ক্ষমতায় ফিরে এলে সিএএ, এনআরসি এবং অভিন্ন দেওয়ানি বিধির মাধ্যমে মানুষের অধিকার কেড়ে নেবে বিজেপি সরকার। মানুষ কী খাবে, তাও বিজেপি ঠিক করে দেবে।’ তৃণমূল সুপ্রিমোর কথায়, ‘আপনি কী খাবেন, লিখে দেবে সকালবেলায়। চা খাও। চায়ের সঙ্গে গোমূত্র খাও। আপনি কী খাবেন, লিখে দেবে দুপুরবেলায়। কী খাবে, গোবরের সঙ্গে মিশিয়ে কিছু খাও। সন্ধ্যায় কী খাবেন, সেটা ওরা ঠিক করে দেবে। রাতে আপনি কত ঘণ্টা ঘুমোবেন, সেটাও ওরা ঠিক করে দেবে।’।