প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১১ জুন : ট্রাফিক পুলিশের তৎপরতায় ধরা পড়লো এক ভুয়ো সাংবাদিক। ধৃতের নাম বিক্রম সিংহরায়। শহর বর্ধমান মেহেদিবাগান এলাকায় ধৃতের বাড়ি ।সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ শুক্রবার ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে। সিজেএম ধৃতের জামিন নামাঞ্জুর করে বিচারবিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।
পুলিশ জানিয়েছে, করোনা অতিমারির কারণে জারি হওয়া বিধিনিষেধ অমান্য করে বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ বাইক নিয়ে যাচ্ছিল বিক্রম সিংহরায় ।তার মাথায় হেলমেট ছিল না। বর্ধমানের কার্জন গেটের কাছে থাকা ট্রাফিক পুলিশ তার পথ আটকে হেলমেট না পড়ার কারণ জানতে চায় ।তখন বিক্রম নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেয় । ট্রাফিক পুলিশকে তিনি ২০১০ সালে পাওয়া বর্ধমান শহরের একটি সংবাদ পত্রের পরিচয়পত্র দেখান ।এরপর পুলিশ বিক্রমের কাছে তার ড্রাইভিং লাইসেন্স দেখতে চায় । দীর্ঘ টালবাহানার পর ড্রাইভিং লাইসেন্স দেখালেও বিক্রমের সাংবাদিক পরিচয় নিয়ে পুলিশের সন্দেহ হয় । পুলিশ শহরের বেশ কয়েকজন সাংবাদিকের কাছে বিক্রমের বিষয়ে জানতে চায় । সাংবাদিকরা জানিয়ে দেয় বিক্রম আদৌ সংবাদমাধ্যমের কর্মী নয় । এমনটা জানার পরেই ট্রাফিক পুলিশ তাকে ধরে থানায় নিয়ে যায় । ট্রাফিক পুলিশের ওসি ছোটেলাল প্রসাদ ঘটনা বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেলে পুলিশ বিক্রমকে গ্রেপ্তার করে ।।