প্রতিটি দিনের কাজ শেষে ক্লান্ত মনে ভাবি তোমার কথা
তুমি আমায় খাটাও, কাঁদাও
তাই ভালোবাসায় ভরাই ব্যথা
তোমার অপেক্ষার ছেঁড়া নীল চাদরে ঢেকে একসময় নেমে আসে ঘুম
শিকল দিয়ে বাঁধি তারে বলি এখন কি আসবে স্বপ্নের ধুম!
তোমার মানা আছে স্বপ্ন দেখার যেটা তুমি দেখ জেগে,
ইতিহাসের আলিপথে প্রলোভিত হৃদয় দেখলে যে তিনি উঠবেন রেগে?
বেশরম তুমি, কেনো লাবণ্যময়ীর হাতছানি তে দাও সাড়া?
সহ্য করার শক্তির অদম্য প্রয়াস যেন মনের কোণে দেয় নাড়া।
সমাজের ঘৃণ্য ক্ষত দেখতে দেখতে আজ কাজের মতোই ক্লান্ত
রাজপথে ছুটিও না মনকে তোমার হয়ে না যায় যেন উদ্ভ্রান্ত।
সব কথা হারিয়ে শরীর যেন অনির্দিষ্ট কালের ঠিকানা খোঁজে
তোমার থেকে অনেক দুরে তিরস্কৃত শরীর যেন সবই বোঝে।
তুমিময় পৃথিবীটা যেন অচেনা অজানা
ইচ্ছে হলে এসো ফিরে যদি হই আমি তব মনের চেনা।।