এইদিন ওয়েবডেস্ক, সামাঙ্গন(আফগানিস্তান), ১৫ এপ্রিল : পুরনো বিবাদের জেরে আফগানিস্তানের সামাঙ্গনের তালিবান ক্যাম্পের কমান্ডার মৌলভি জালালের জঙ্গিরা বালখ প্রদেশে একজন ব্যবসায়ীকে ছুরি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছে । নিহত ব্যক্তির নাম মিফতাহ । রবিবার মাজার-ই-শরীফের প্রথম জেলায় ১৬ জন তালিবান সন্ত্রাসী মিলে তার উপর হামলা চালায় ।
জানা গেছে, সামাঙ্গন প্রদেশের রাজধানী আইবাক শহরে একটি দোকান চালাতেন মিফতাহ । ঘটনার দিন তিনি বালখ গিয়েছিলেন পণ্য কিনতে । এদিকে, বালখের তালিবান নিরাপত্তা কমান্ড একটি নিউজলেটার প্রকাশ করেছে যে এই ব্যক্তি “ব্যভিচারের উদ্দেশ্য নিয়ে” একটি বাড়িতে প্রবেশ করেছিল এবং তাদের যোদ্ধাদের সাথে সংঘর্ষের পর তাকে হত্যা করা হয়েছে । নিউজলেটালে দাবি করা হয়েছে,এই সংঘর্ষের ফলে একজন তালিবান জঙ্গিও আহত হয়েছে ।
তবে স্থানীয় সূত্রগুলো এ ব্যাপারে দাবি করেছে যে ঘাতক তালিবান জঙ্গিদের ‘আড়াল’ করার জন্য মিফতাহকে মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছিল । মৌলভী জালালের সঙ্গে মিফতাহের ‘ব্যক্তিগত শত্রুতার’ কারণে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি স্থানীয়দের । উল্লেখ্য, তালিবান তাদের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পর থেকে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছে ৷ তারা বার বার একের পর এক প্রতিশোধমূলক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে । জঙ্গিরা গত বছর সামাঙ্গনে “জুয়া” খেলার অভিযোগে এক ব্যক্তিকে গুলি করে আহত করেছিল । এর পিছনেও ছিল ব্যক্তিগত আক্রোশ ৷।