এইদিন ওয়েবডেস্ক,লাহোর,১৪ এপ্রিল : পাকিস্তানে ফের অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে খতম হলো এক সন্ত্রাসবাদী । আমির সরফরাজ ওরফে তাম্বা নামে ওই সন্ত্রাসবাদী পাকিস্তানি আন্ডারওয়ার্ল্ড ডন বলে পরিচিত ছিল । ১৯৭৯ সালে লাহোরে জন্ম আমির সরফরাজের । সে লস্কর-ই-তৈবা (LeT) প্রতিষ্ঠাতার ঘনিষ্ঠ সহযোগী ছিল । ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা গেছে যে আজ রবিবার পাকিস্তানের লাহোরের ইসলামপুরা এলাকায় মোটরসাইকেলে চড়ে আসা বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। সরফরাজকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয় ।
আমির সরফরাজ গুপ্তচরবৃত্তির অভিযোগে লাহোরের কোট লাখপাট কারাগারে বন্দি ভারতীয় নাগরিক ৪৯ বর্ষীয় সরবজিৎ সিংকে হত্যার অভিযোগ অভিযুক্ত । ২৩ বছর ধরে তিনি ওই জেলে ছিলেন। ২০১৩ সালের মে মাসে কিছু কয়েদি সরবজিৎ সিংকে ইঁট দিয়ে থেঁতলে খুন করে । ভারতে ২০০১ সালের পার্লামেন্ট হামলার দোষী আফজাল গুরুর ফাঁসি হওয়ার কয়েকদিন পর এই হামলার ঘটনা ঘটে।
পাঞ্জাবের বাসিন্দা সরবজিৎ সিংকে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং ১৯৯০ সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছিল, তবে ওই হামলায় সরবজিৎ সিংয়ের জড়িত থাকার অভিযোগ তার পরিবার এবং ভারতীয় কর্তৃপক্ষ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছিল। সরবজিৎ সিং-এর পরিবারের দাবি, কৃষিকাজ করতে গিয়ে ভুলবশত তিনি পাকিস্তান সীমান্ত অতিক্রম করেছিলেন । এদিকে তাকে হত্যার অভিযোগে আমির সরফরাজকে গ্রেফতারও করা হয় । কিন্তু ২০১৮ সালে পাকিস্তানের আদালত মুক্তি দিয়ে দেয় তাকে ।।