এইদিন ওয়েবডেস্ক,মালদা,১১ জুন : মালদায় বিজেপির এক আদিবাসী নেতাকে গুলি করে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল দুই দুষ্কৃতিদের বিরুদ্ধে । বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদা থানার ভাবুক অঞ্চলের মহিষবাথানি এলাকায় । অল্পের জন্য প্রাণে বাঁচেন প্রভাত টুডু নামে ওই বিজেপি নেতা । এদিকে ঘটনার কিছুক্ষনের মধ্যেই এক দুষ্কৃতিকে ধরে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা । পুলিশ অভিযুক্তের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বলে খবর ৷ পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ ।
মহিষবাথানি গ্রামের বাসিন্দা প্রভাত টুডু চাষবাস করেন । দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে বিজেপির সঙ্গে যুক্ত প্রভাতবাবু । তিনি এবারের বিধানসভা নির্বাচনে নিজের গ্রামের একটি বুথে বুথ সভাপতি হয়েছিলেন । সড়ক পথের ধারেই বাড়ি প্রভাতবাবুদের । পরিবার সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে দুই যুবক একটি নম্বর প্লেটবিহীন বাইকে চড়ে প্রভাতবাবুদের বাড়ির সামনে এসে দাঁড়ায় । বাইকের আওয়াজ শুনে প্রভাতবাবু বাড়ির বাইরে আসেন । তখন ওই দুই যুবক জানায় বাইকের তেল শেষ হয়ে গেছে । প্রভাতবাবু তাদের পরিচয় জিজ্ঞাসা করলে এক যুবক পকেট থেকে পিস্তল বের করে তাঁর মাথা লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালিয়ে দেয় । তারপরেই বাইক নিয়ে চম্পট দেয় দুই অভিযুক্ত । কিন্তু গুলিটি প্রভাতবাবুর মাথা স্পর্শ করে বেড়িয়ে চলে যাওয়ায় তিনি প্রাণে বেঁচে যান ।
জানা গেছে,ওই দুই দুষ্কৃতি বাইক নিয়ে পালিয়ে যাওয়ার পরেই প্রভাতবাবুর পরিবারের লোকজন বিষয়টি স্থানীয় বিজেপি নেতৃত্বকে জানায় । তখন দুষ্কৃতিদের সন্ধান চালাতে শুরু করে দেয় আশপাশের গ্রামের বিজেপি কর্মীরা । পরে একজন গাজোল থানা এলাকায় ধরা পড়ে যায় । গ্রামবাসীরা তাকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেয় । পুলিশ তল্লাশি চালালে ওই যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় ।
শুক্রবার ঘটনাস্থলে তদন্তে আসে মালদা থানার পুলিশ । পুলিশ আক্রান্ত বিজেপি নেতার বাড়ির সামনে থেকে একটি গুলির খোল উদ্ধার করে । এদিন জখম বিজেপি নেতাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে ।।