এইদিন স্পোর্টস নিউজ, ১৪ এপ্রিল : লা লিগার শিরোপার দৌড়ে রিয়াল মাদ্রিদ বর্তমানে অনেকটাই এগিয়ে আগে । পিছিয়ে থাকলেও আশা ছাড়েনি বার্সেলোনা। লাস পালমাসের পর এবার তারা হারাল কাদিজকে। শনিবার (১৩ এপ্রিল) কাদিজের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। দলের জয়সূচক একমাত্র গোলটি পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সের।
এস্তাদিও নুয়েভো স্টেডিয়ামে বার্সেলোনা জিতলেও আক্রমণে এগিয়েছিল কাদিজ । কাদিজ গোলের দিকে শট নিয়েছে ১৪টি, যার ৩টি ছিল অন-টার্গেটে। বিপরীতে বার্সেলোনা ১২ শটের মধ্যে ২টি লক্ষে রাখতে পেরেছে। ৩৭ মিনিটে কর্নার কিক নেয় বার্সেলোনা । দূরের পোস্ট বরাবর দাঁড়িয়ে ছিলেন ফেলিক্স। ওভারহেড শটে বল জালে পাঠান তিনি। তার দুর্দান্ত এই গোলই জয় এনে দেয় কাতালান ক্লাবটিকে। এই জয়ের ফলে ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট বার্সেলোনার । সমানসংখ্যক ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে লিগ লিডার রিয়াল মাদ্রিদ। কাদিজ ৩১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে রয়েছে নিচের তালিকায়।।