প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৩ এপ্রিল : বেঙ্গালুরুর রামেশ্বরমের বিস্ফোরণ কান্ডে অভিযুক্ত দুই জঙ্গিকে পশ্চিমবাংলার দীঘার একটি হোটেল থেকে গ্রেপ্তার করেছে এন আই এ(NIA)। লোকসভা ভোটের সময় এন আই এর( NIA) ঘোষণা করা দুই ’মোস্ট ওয়ান্টেড“ জঙ্গি বাংলা থেকে ধরা পড়া নিয়ে এখন উত্তাল রাজ্য রাজনীতি। তারই মধ্যে এই জঙ্গি ধরা পড়া নিয়ে শুক্রবার রাতে বাংলার তৃণমূল সরকারকে দোষী করে বিস্ফোরক অভিযোগ আনলেন বর্ধমান পূর্ব লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অসীম সরকার। তাঁর অভিযোগ,“ মাননীয়া মুখ্যমন্ত্রী-ই এই বাংলা টাকে জঙ্গিদের আঁতুড় ঘর তৈরি করে ছেড়েছেন।বাংলা জঙ্গিদের আঁতুড় ঘর হয়ে ওঠার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় -ই সবথেকে বেশি দোষী“। বিজেপি প্রার্থীর এহেন মন্তব্যে বেজায় চোটেছে তৃণমূল শিবির । যদিও অসীম সরকার সেসবকে পাত্তাই দিতে চাননি।
লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে এদিন রাতে পূর্ব বর্ধমানের জামালপুরের শুড়েকালনা পৌঁছান বিজেপি প্রার্থী অসীম সরকার।সেখানে সংবাদ সমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বর্ধমানের ’খাগড়াগর’ বিস্ফোরণ কান্ডের প্রসঙ্গ সামনে এনে বলেন, “পশ্চিমবাংলায় খাগড়াগর তো একটা নয়। বিভিন্ন জায়গায় খাগড়াগর তৈরি হয়ে আছে। রোহিঙ্গারা যেভাবে ঢুকেছে,তাতে আরও অনেক খাগড়াগর তৈরি হবে। সিএএ (CAA)লাগু হয়ে গেছে।এরপর এন আর সি( NRC) লাগু করে ’রোহিঙ্গাদের’ বেছে বেছে বের করতে হবে। কারণ, ওরাই ভারতবর্ষের সার্বভৌমত্বকে খর্ব করতে চাইছে।অস্থির করে তূলতে চাইছে ভারতবর্ষকে“। অসীম বাবুর কথা অনুযায়ী,“বিস্ফোরণ ঘটিয়ে যারা ভারতে অস্থিরতা তৈরি করতে চাইছে তাদের রসদ হল আরাবিয়ান কান্ট্রিতে তেল বিক্রি করে পাওয়া টাকা।ওইসব জঙ্গিদেরই ধরার জন্য এনআইএ (NIA)তৎপর হয়ে উঠেছে। ধীরে ধীরে ওদের সবাই ধরা পড়বে। কার আঁচলের তলায় তারা আছে সেটা তারপরেই পরিস্কার হয়ে যাবে ।
দীঘা থেকে মোস্ট ওয়ান্টেড দুই জঙ্গি ধরা পড়ার ঘটনার কথা বলতে গিয়ে এদিন সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের প্রসঙ্গও সামনে আনেন বিজেপির প্রার্থী অসীম সরকার। তিনি বলেন, “শেখ শাহজাহানও ’জঙ্গি“। ও বাংলাদেশ থেকেই এসেছে। শাহজাহানের দলের আরো দুজন হিন্দু নাম নিয়ে আছে। কিন্তু ওদের মুসলিম নামও আছে। ওরাও বাংলাদেশ থেকে এসেছে। ওরা সবাই বাংলাদেশের জলদস্যু। ওদের এক বড় ভাই হাসিনা সরকারের কাছে আত্মসমর্পণ করেছে। শাহজাহানের দলের যারাই অপকর্ম করছে তারা সবাই ওপার বাংলার জলদস্যু ।তাদের আশ্রয় দিয়ে রাখা হয়েছে ।অপকর্ম করার জন্যই তাদের কাজে লাগানো হচ্ছে বলে অসীম সরকার দাবি করেন“। পাশাপাশি তিনি এও বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী রোহিঙ্গা প্রীতি দেখাচ্ছেন। কিন্তু তাতে কিছু লাভ হবে না। এরকম শাজাহানদের একে একে ধরে জেলে পাঠানো হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের পুলিশকে দলদাস না বানিয়ে যদি ফ্রি হ্যান্ড দিতেন তাহলে এদের ধরার জন্য এনআইএ, সিবিআই বা ইডি কাউকেই লাগতো না অসীম সরকার দাবি করেছেন।
বিজেপি প্রার্থী অসীম সরকারের এ সব মন্ত্যব্যের কড়া সমালোচনা করেছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।তিনি বলেন,বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতা থেকে শুরু করে রাজ্য নেতা , সকলেরই কাজ হচ্ছে বাংলার বদনাম করা । বিজেপি প্রার্থী অসীম সরকারও সেই পথেই হাঁটঠেছেন। কোন তথ্য প্রমাণ ছাড়াই তিনি বাংলার মুখ্যমন্ত্রীর সম্পর্কে মন্তব্য করছেন। বর্ধমানের মানুষ ভোটের দিন এসবের যোগ্য জবাব দিয়ে দেবেন ।।