সঞ্জয় মণ্ডল,ভাতার(পূর্ব বর্ধমান),১৩ এপ্রিল : বার্ধক্যজনিত কারনে মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার ভাতারের প্রবীণ তৃণমূল নেতা তথা ভাতার গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পরেশনাথ চক্রবর্তী । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর । দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন । আজ শুক্রবার সকালে ভাতার বাজারে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুর খবর পেতেই প্রবীন দলীয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে যান বিধায়ক মানগোবিন্দ অধিকারী সহ ব্লক তৃণমূলের বিভিন্ন নেতারা । পরে পরেশবাবুর মৃতদেহ নিয়ে আসা হয় ভাতার ব্লক তৃণমূল কার্যালয়ে । সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান ।
পেশায় শিক্ষক পরেশনাথ চক্রবর্তীর আদি বাড়ি ভাতার থানার বামশোর গ্রামে । কয়েক বছর আগে তিনি ভাতার বাজারে বাড়ি করে বসবাস শুরু করেন । তখন থেকেই তিনি ভাতারেই ছিল। শিক্ষকতার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন । ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ভাতার গ্রাম পঞ্চায়েত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন পরেশনাথ চক্রবর্তী। তার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার পরিজন সহ শাসকদলের নেতাকর্মীরা ।।