গভীর রাতে ঘুম আসে না চোখে
তোমার কথা ভেবে ভেবে
প্রশ্নময় রাতের পর রাত কাটে।
পেঁচারা যেমন জাগে রাত্রির প্রতি প্রহর,
আমার ভগ্ন-হৃদয়েরা খুঁজে বেড়ায়
রাতজাগা প্রশ্নময় রাতের উত্তর।
চারিদিকে রাতের নিঃস্তব্ধ আঁধার
সারাপাড়া নিদ্রাচ্ছন্ন ঘুমের চাদরে।
নাম না জানা এক পাখি
কোনো এক গাছের ডালে বসে,
রাতের গাঢ় অন্ধকারে
কুহু -কুহু আপন মনে ডাকে।
আমিও একমনে শুনি সেই সুর
ভেসে যায় দূর থেকে বহুদূর।
মনে হয় হয়তো আজ এই পাখিটিও একা
কত সহস্রকাল পেরিয়ে আজও অপেক্ষায়।
তবুও প্রিয় মানুষের সাথে হয়নি কথা
হয়নি চোখের দেখাটুকুও দেখা।
সেইজন্য এই নির্জন রাত প্রহরে
হালকা করে নিচ্ছে বুকের ব্যাথা।
জানি না, সেই দিনগুলো
আজ তোমার মনে আছে কি না!
হয়তো সেই ভালোবাসার দিনগুলো
তোমার কাছে আজ হয়ে গিয়েছে মরণ।
তবুও কোথাও না কোথাও
স্মৃতিরা, মুহূর্তরা আজও চিরন্তন।
এক গভীর দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে দেখি
তারাদের আলো জ্বলে আলোকবর্ষ দূরে,
একলা রাতে ডায়রী হাতে বসে
ডায়রীর প্রতিটা পাতা উল্টে গিয়ে ভাবী,
আপন খেয়ালে কাব্যগাঁথি ভালোবাসার সুরে।।